বাড়ির ছাদে জাফরান চাষ করুন, পুরো প্রক্রিয়া এবং যত্নের টিপস জেনে নিন! কেন খিরি জাতের ভেড়া পশুপালকদের প্রথম পছন্দ হয়ে উঠছে? বৈশিষ্ট্য জানুন গ্রীষ্মে ট্র্যাক্টর ইঞ্জিনকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করার ৫ টি কার্যকর উপায়!
Updated on: 22 February, 2022 10:42 AM IST
কৃষকবন্ধু

পশ্চিমবঙ্গ সরকার "কৃষকবন্ধু" প্রকল্প চালু করেছে।যার উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের,কৃষি কাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করা এবং কৃষকদের অকালমৃত্যুর ক্ষেত্রে কৃষক পরিবারগুলিকে সামাজিক নিরাপত্তা প্রদান করা। সম্প্রতি এই প্রকল্পটি পুনঃনির্মাণ করা হয়েছে এবং "কৃষক বন্ধু" হিসাবে পুনঃনামকরণ করা হয়েছে। নতুন প্রকল্পটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ১৭ জুন ২০২১-এ চালু করেছিলেন।

কৃষক বন্ধু প্রকল্পের  উদ্দেশ্য়

কৃষকবন্ধু প্রকল্পের মাধ্য়মে খারিফ ও রবি মৌসুমের চাষ শুরু করার আগে কৃষকরা কৃষি উপকরন ক্রয়ের সুবিধার্তে এক একর বা তার বেশি চাষযোগ্য় জমির জন্য় বছরে দুই কিস্তিতে সর্বাধিক ১০০০০ টাকা অনুদান পাবেন।

এছাড়া এই প্রকল্পের মাধ্য়মে ১৮-৬০ বছর বয়সি কোন কৃষক বা ভাগচাষির মৃত্য়ু হলে তাঁর আইন সম্মত উত্তরাধিকারি এককালীন ২ লক্ষ টাকা অনুদান পাবেন।

আরও পড়ুনঃ বাংলা শস্য় বীমা যোজনায় আপনার নাম আছে কিনা কিভাবে দেখবেন,জেনে নিন পদ্ধতি

Latest Update of Krishak Bandhu Scheme 2022

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief minister Mamata Banerjee) ২০২১ সালের 'কৃষক বন্ধু' প্রকল্পের  টাকার পরিমান দ্বিগুন করেছেন। আগে এই প্রকল্পের মাধ্য়মে কৃষকদের পাঁচ হাজার টাকা  দেওয়া হত।কিন্তু এখন পাঁচ হাজার টাকার পরিবর্তে পশ্চিমবঙ্গের  সকল কৃষকদের দশ হাজার টাকা দেওয়া হবে।

আরও পড়ুনঃ "সুফল বাংলা"র সুফল কি পাচ্ছেন বাংলার কৃষকরা ?

English Summary: Krishi Bandhu: Change in Krishak Bandhu project, learn new rules and regulations
Published on: 22 February 2022, 10:42 IST