এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 27 August, 2021 2:42 PM IST
Lakshmi bhandar scheme (image credit- Google)

বর্তমান রাজ্যের সরকার রাজ্যের গৃহস্ত মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য লক্ষ্মীর ভান্ডার নামক প্রকল্প( WB Lakshmir Bhandar Scheme) চালু হয়েছে। বর্তমানে যে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এই ফর্ম | দুয়ারে সরকারের এই ক্যাম্প চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত | লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় ব্যাংকে টাকা ঢোকা শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে |

লক্ষীর ভান্ডার প্রকল্পের যোগ্যতা:

১) পশ্চিমবঙ্গের  বাসিন্দা হতে হবে।

২) একজন গৃহস্থ মহিলা হতে হবে।

৩) ২৫-৬০ বছর বয়স মহিলা।

কত টাকা দেওয়া হবে?

এই প্রকল্পের মাধ্যমে তফসিলি জাতি ও তফশিলি উপজাতিভুক্ত মহিলারা মাসিক ১০০০ টাকা করে পাবেন। তফসিলিভুক্ত নন যারা সেই সমস্ত মহিলাদের মাসিক ৫০০ টাকা করে দেওয়া হবে ।

আরও পড়ুন - e-Shram Card Application: অসংগঠিত শ্রমিকদের জন্য জাতীয় ই শ্রম কার্ড, দেখুন কিভাবে আবেদন করবেন

আবেদনের যোগ্যতা(Criteria):

আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে। এসসি (SC) এবং এসটি (ST) বিভাগের সমস্ত পরিবার এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন। সাধারণ বিভাগের জন্য, যে পরিবারগুলিতে কমপক্ষে একজন কর প্রদানকারী সদস্য রয়েছে তারা এই স্কিমের আওতায় আবেদন করতে পারবেন না। যে সাধারণ শ্রেণির নাগরিকদের ২ হেক্টরের বেশি জমি রয়েছে তারা এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন না।

কি কি ডকুমেন্টস লাগবে(Important documents):

১) স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স 

২) রঙিন পাসপোর্ট সাইজ ছবি 

৩) আধার কার্ডের জেরক্স 

৪) SC/ST/ সার্টিফিকেট  জেরক্স (If Any)

৫) ব্যাংক পাসবইয়ের প্রথম পৃষ্ঠার  জেরক্স

কারা এই প্রকল্পের টাকা পাবে না?

১) যাদের স্বাস্থ্য সাথীর কার্ড নেই।

২) যারা ইনকাম ট্যাক্স জমা করে। অর্থাৎ যাদের অর্থিক অবস্থা ভালো।

৩) ২ হেক্টরের বেশি জমি আছে তাঁরা এই প্রকল্পের টাকা পাবেন না।

৪) সরকারি অবসরপ্রাপ্ত মহিলারা আবেদন করতে পারবেন না।

৫) কোনোরকম ভাতা পেলে আবেদন করা যাবেনা।

আবেদন করার পদ্ধতি(Application procedure):

দুয়ারে সরকার ক্যাম্প এর মাধ্যমে এই প্রকল্পে আবেদন করা যাবে। প্রয়োজনীয় ফরম এবং কাগজপত্র জমা করতে হবে। দুয়ারে সরকারের পরে এই প্রকল্পে আবেদন করার জন্য ব্লক অফিস এ যেতে হবে |

আবেদন পত্র ডাউনলোড করার লিংক(Application form):

https://drive.google.com/file/d/1_FO68xDxCKrRfOm8VqvlX-osHXa6oz4c/view

আরও পড়ুন - Education Supervisor Recruitment: রাজ্যে এডুকেশন সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি, দেখুন বিস্তারিত তথ্য

English Summary: Lakshmi Bhandar Application Form: Didn't get Lakshmi bhandar form? Read the article to download
Published on: 27 August 2021, 02:18 IST