এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 28 October, 2022 2:27 PM IST
প্রতীকী ছবি।

কৃষিজাগরন ডেস্কঃ চাষে নিত্য নতুন প্রযুক্তি আসছে ।এই নতুন প্রযুক্তির কৌশল অবলম্বন করে কৃষকরাও ভালো মুনাফা পাচ্ছেন। সাম্প্রতিক বছরগুলোতে বারান্দায় বাগান বা ছাদ বাগান করার প্রবণতা বেড়েছে। সরকারও এ ধরনের চাষকে উৎসাহিত করছে। যারা কৃষিকাজ করতে ইচ্ছুক, কিন্তু  জমির অভাবে চাষ করতে পারেন না তাদের জন্য এই ধরনের চাষ পদ্ধতি একটি আশীর্বাদ হিসেবে প্রমাণিত হতে পারে ।

বিহার সরকার ছাদ বাগান প্রকল্পের অধীনে ৫০ হাজার এর ইউনিট খরচে ৫০ শতাংশ ভর্তুকি দিচ্ছে। আপনি যদি হিসাব করেন, তাহলে এই স্কিমের জন্য আবেদনকারীকে ২৫ হাজার টাকা দেওয়া হবে। পাটনার শহুরে এলাকার মানুষদের এই প্রকল্পের আওতায় অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী ব্যক্তিরা বিহার উদ্যানপালন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এই স্কিমের জন্য আবেদন শুরু হয়েছে ২৬ অক্টোবর থেকে।

আরও পড়ুনঃ পেয়ারা চাষে কৃষকরা এখান ৬০ হাজার টাকা ভর্তুকি পাবেন

বলে রাখি ছাদে সবজি চাষ করে শহরাঞ্চলের মানুষও ভালো মুনাফা অর্জন করতে পারে। পালং শাক, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পুদিনার মতো সবুজ সবজি বারান্দায় সহজেই চাষ করা যায়। বারান্দায় এই সবজি চাষের দুটি উপায় রয়েছে।প্রথম পদ্ধতিটি হল অর্গানিক, যাতে সবজি মাটির ভিতরে বস্তা, ট্রে এবং হাঁড়িতে করে রোপণ করা হয়। এর বৃদ্ধির জন্য জৈব সার ব্যবহার করা হয়। 

আরও পড়ুনঃ দীপাবলি ও ছট পূজোর উপহার হিসাবে প্রত্যেক কৃষক পরিবার পাবে ৩৫০০ টাকা

হাইড্রোপনিক প্রযুক্তিতে ছাদেও সবজি চাষ করা যায়। এই প্রযুক্তির বিশেষত্ব হল গাছ লাগানোর জন্য মাটির প্রয়োজন হয় না। এতে পানির সাহায্যে ফল ও সবজি চাষ করা হয়। এ ছাড়া জলবায়ু নিয়ন্ত্রণের প্রয়োজন নেই। হাইড্রোপনিক চাষের জন্য প্রায় ১৫ থেকে ৩০ ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন। এতে ৮০ থেকে ৮৫ শতাংশ আর্দ্রতা সহ জলবায়ুতে সফলভাবে চাষ করা যায়।  

English Summary: Live in the city, but interested in farming? Learn the method, you will also get subsidy from the government
Published on: 28 October 2022, 02:27 IST