এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 30 June, 2021 4:15 PM IST
MUN Scheme (image credit- Google)

ভারত সরকারের নারী ক্ষমতায়নকে উৎসাহিত করার এক বিশেষ যোজনা হলো মহিলা উদ্যম নিধি যোজনা | এই যোজনার মাধ্যমে ভারতীয় মহিলাদের সাবলম্বী হওয়ার জন্য Small Industrial Development Bank Of India (SIDBI) এর মাধ্যমে স্বল্প সুদে ঋণ দেওয়া হয়ে থাকে | ব্যক্তিগত ঋণের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়েছে সরকার। এই প্রকল্পের নাম মহিলা সমৃদ্ধি যোজনা । এখান থেকে লোন নিয়ে মহিলারা ব্যবসা শুরু বা পশু পালনের মত একাধিক রোজগারের পথ বেছে নিচ্ছেন। এই প্রকল্পে কম সুদে লোনের সাথে সাথে মিলবে সরকারি সাবসিডির ও সুবিধে ।

যোজনার উদ্দেশ্য (Purpose):

এই যোজনার মূল উদ্দেশ্য হলো, ভারতের মহিলাদের অর্থনৈতিকভাবে সচ্ছল করে তোলা | তাদেরকে অর্থনৈতিকভাবে মূল ধারায় নিয়ে আসা | এই যোজনার ঋণের সুদের হার ঋণ গ্রহীতার ববসার আকারসহ অনেক বিষয়ের ওপর নির্ভর করে থাকে |

এই যোজনার জন্য কারা কারা নির্বাচিত হবেন(Who take this benefits)?

এই যোজনার জন্য নির্বাচিত মহিলাগুলি হলো,

আরও পড়ুন -Covid case increased: ফের দেশে দৈনিক সংক্রমণ বৃদ্ধি, ১ দিনে মৃত্যু ৮১৭ জনের

১) যে সকল ভারতীয় মহিলা উদ্যোক্তা হবার জন্য ছোট আকারে ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন তারা এই মহিলা উদ্যম নিধি যোজনার জন্য বিবেচিত হবেন |

২) মহিলা উদ্যোক্তাকে অবশ্যই উৎপাদন, সেবা বা পরিবহন কাজে জড়িত থাকতে হবে |

৩) মহিলা উদ্যোক্তাকে অবশ্যই তার ব্যাবসায় কমপক্ষে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে |

৪) মহিলা উদ্যোক্তাকে তার ব্যাবসার সম্প্রসারণ, পরিবর্তন ও প্রযুক্তিগত পরিবর্তনসহ যে কোনো প্রকার বৃদ্ধি করার পরিকল্পনা সম্পর্কে জানতে হবে |

কি কি ডকুমেন্ট লাগবে (Required Documents)?

১) IFSC কোড যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নং

২) আধার কার্ড থাকতে হবে।

৩) তপশিলি জাতির (SC) সার্টিফিকেট। (বাধ্যতামূলক নয়) |

৪) চেয়ারম্যান, পৌরসভা / সভাপতি, পঞ্চায়েত সমিতি কর্তৃক প্রদত্ত জাতির শংসাপত্রও গ্রহণযোগ্য।

৫) চেয়ারম্যান, পৌরসভা / গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে প্রাপ্ত আয়ের শংসাপত্র নিতে হবে।

৬) নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপার যা ১০/- টাকা মূল্যের হবে।

কিভাবে অনলাইন আবেদন জানানো যায় (Onlien Application):

১) অফিসিয়াল ওয়েবসাইট  https://www.pnbindia.in/ প্রবেশ করুন |

২) সাইটে প্রবেশ করলে Mahila udyam Nidhi Yojana তে ক্লিক করুন |

৩) সাইটে স্ক্রল করলে আপনি এই যোজনার আবেদন ফর্ম দেখতে পাবেন |

৪) ফর্মটি ডাউনলোড করতে হবে |

৫) এরপর আবেদন ফর্মটি প্রিন্ট করতে হবে |

৬) আবেদন ফর্মটি  PAN CARD নাম্বার, ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে পূরণ করতে হবে |

৭) ঠিকানা প্রমানের জন্য বিদ্যুৎ বিলের কপি দিতে হবে |

৮) ছবি ও সাক্ষর করে দিতে হবে |

এইসব প্রক্রিয়া সম্পন্ন করার পর নিকটস্থ শাখায় জমা দিতে হবে |

নিবন্ধ: রায়না ঘোষ

আরও পড়ুন -Kishan Credit Card: কৃষকদের এই ঋণ প্রকল্পের যাবতীয় খুঁটিনাটি জেনে নিন

English Summary: Mahila Udyam Nidhi Yojana: Find out the application procedure of Mahila Udyam Nidhi Yojana
Published on: 30 June 2021, 04:15 IST