আশ্রয়হীন ও দরিদ্র মানুষ যাতে পাকা ছাদ পায় সেই জন্য তৎপর পশ্চিমবঙ্গ সরকার। নিজের একটা বাড়ি, নিজের একটা জমি! এই স্বপ্ন প্রতিটি মানুষের। এই স্বপ্নের দৌড়ে রাতদিন খেটে যাচ্ছে সাধারণ মানুষ। গরীব, জমিহীন মানুষেরাও যাতে পাকা ছাদের নিজের জমির স্বাদ পেতে পারে সেই জন্য এগিয়ে এসেছে মা, মাটি, মানুষের সরকার।
২০১১ সালে ইতিহাস তৈরি করেন মমতা। বাংলার বুকে ফোটে ঘাশফুল। আর সেই বছরই ১৮ই অক্টোবর পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ও ত্রাণ দফতরের অধীনে শুরু হয় “ নিজ গৃহ নিজ ভূমি” প্রকল্প।
আরও পড়ুনঃ PM KISAN: অবশেষে সুখবর! ১৪ তম কিস্তি আসবে কবে?
এই প্রকল্পের মূল উদ্দ্যেশ্য হল গরীব ভূমিহীনদের জমি দেওয়া। এই প্রকল্পের অধীনে ৫ ডেসিবেল জমি পাবে উপভোক্তারা। তবে শুধু জমি নয় এই প্রকল্পের অধীনে বাড়ি এমনকি যাতে ওই ব্যাক্তি জীবিকা নির্বাহ করতে পারে। নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের অধীনে জমি পেতে হলে উপভোক্তাকে কৃষি কাজ, হস্তশিল্প, কুটির শিল্পে, পশুপালন, মাছ চাষ, ইত্যাদির সঙ্গে যুক্ত থাকতে হবে। পাশাপাশি সরকারের কাছে সঠিক নথি দিয়ে প্রমাণ করতে হবে তাঁদের কাছে বাড়ি বা জমি নেই। এই প্রকল্পের অধীনে কোনও উপভোক্তা যদি বাড়ি এবং জমি পান তাহলে সেক্ষেত্রে সেই বাড়িতে বিদ্যুৎ এবং জলের লাইনের কানেকশনও করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে।
আরও পড়ুনঃ কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশকের পরিচিতি
সরকারের তরফ থেকে যে জমি দেওয়া হবে সেই জমি যাচাই করে নেওয়া হবে। দেখতে হবে সেখানে পশুপালন বা অন্য জীবিকা নির্বাহের জায়গা এবং পর্যাপ্ত জল, আলো-বায়ু এগুলির ব্যবস্থা রয়েছে কিনা। পাশাপাশি দেখা হবে পানীয় জল এবং নিকাশি ব্যবস্থা ভালো করুন। এই প্রকল্পের সুবিধা নিতে হলে আপনাকে স্থানীয় বিএলআরও অফিসে যোগাযোগ করতে হবে। সেখানেই মিলবে আবেদনপত্র।