মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পের কাজের প্রাপ্য টাকা কেন্দ্র রাজ্যকে দিচ্ছে না এনিয়ে একাধিকবার সরব হয়েছেন রাজ্যের শাশকদল। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়বার আঙুল তুলেছেন কেন্দ্রের দিকে। সারা দেশ জুড়ে ১০০ দিনের কাজে বকেয়া টাকার পরিমাণ ৪,৪৪৭.৯২ কোটি। তবে এই বিপুল পরিমানের মধ্যে পশ্চিমবঙ্গ পাবে ২,৭৪৪.৭৬ কোটি টাকা। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি এ কথা লোকসভায় জানিয়েছেন।
মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্প আইনের আওতায় একটি অর্থবছরে গ্রামের প্রতিটি পরিবারকে ন্যূনতম ১০০ দিনের কাজ দেওয়া হয়ে থাকে। এই আইন ২০০৬ সালে কার্যকর হয়। ১০০ দিনের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য একাধিকবার আবেদন করেছে রাজ্য। শুধু তাই না এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে। সম্প্রতি নবান্নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়। জানা গিয়েছে ওই বৈঠকেও জব কার্ড প্রসঙ্গটি উত্থাপন করেন। কিন্তু আশ্বাস মিললেও মেলেনি টাকা।
জব কার্ড প্রসঙ্গে কিছুদিন আগেই শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেন। শাসক দলের দিকে আঙুল তুলে বলেন ১০০ দিনের কাজেও জালিয়াতি শুরু হয়েছে। টুইটারে তিনি লেখেন, ‘সরকার জব কার্ডে জালিয়াতি করে অতিরিক্ত মজুরি দেখিয়ে মজুরীর অঙ্ক বাড়াতে চায়ছে। রাজ্য জুড়ে জাল জব কার্ড ব্যবহার করে দুর্নীতি করা হচ্ছে। জাল জব কার্ডের সংখ্যায় দেশের মধ্যে প্রথম হল পশ্চিমবঙ্গ।