এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 22 February, 2022 11:42 AM IST
নিজ গৃহ নিজ ভূমি

পশ্চিমবঙ্গ সরকার এবার আশ্রয়হীন ও দরিদ্র মানুষদের সাহায্য করার জন্য়নিয়ে এসেছে “নিজ গৃহ নিজ ভূমি” প্রকল্প।এটি গ্রামীণ বাংলার গৃহহীন মানুষের একটি অনন্য বহুমুখী প্রকল্প। বাংলার দরিদ্র চাষী, খেটে খাওয়া মেহনতী মানুষ তাদের সারা জীবনের সজ্ঞয় দিয়েও এক টুকরো জমিতে নিজের বাড়ি তৈরি করতে পার না। কেবল স্বপ্ন হয়েই থেকে যায় সারাটা জীবন।কিন্তু এখন গ্রামবাংলার অসংখ্য মানুষের নিজের বাড়ির স্বপ্ন বাস্তবায়নের জন্য, পশ্চিমবঙ্গ সরকার এই নীজ গৃহ, নীজ ভূমি প্রকল্প চালু করেছে।

এই প্রকল্পের মাধ্য়মে গৃহহীন কৃষি শ্রমিক, কারিগর ও জেলেদের পরিবার প্রতি পাঁচ ডেসিমেল জমির মালিকানা দেওয়া হবে।এই প্রকল্পের মাধ্য়মে এবার বহু  দরিদ্র মানুষ মেহনতী মানুষ নিজেদের জমিতে বসতবাড়ি করার স্বপ্ন সত্যি পূরণ করতে পারবে। প্রকল্পটি সরকারের অন্যান্য উন্নয়ন মূলক প্রকল্পের সাথে সামঞ্জস্য বিধানের দ্বারা সম্পন্ন করা হয়েছে। যাতে বেশি থেকে বেশি করে ভূমিহীন মানুষ এর কাছে এই সুবিধাটি পৌঁছাতে পারে।

আরও পড়ুনঃ Krishi Bandu:কৃষক বন্ধু প্রকল্পে পরিবর্তন,জানুন নতুন নিয়ম কানুন

রাজ্য ভূমি ও ভূমিসংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুর্নবাসন দফতরের উদ্যোগে এই প্রকল্পটি চালু হয় ২০১১ সালের ১১ অক্টোবর।এই প্রকল্পের উদ্বধোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভূমিহীন ও গৃহহীন মানুষকে ৫ দশমিক জমি প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। চা বাগানের শ্রমিকরাও এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন।

কারা কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে  

কৃষি কাজের সাথে যুক্ত তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। প্রাণীপালন, মৎস্য চাষ, হস্ত ও কুটিরশিল্প প্রভৃতি চিরাচরিত পেশার সঙ্গে যুক্ত এমন মানুষ যারা আজও এক টুকরো জমির মালিক হতে পারেননি এবং বসতজমি কেনার ক্ষমতাও নেই তাঁরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুনঃবাংলা শস্য় বীমা যোজনায় আপনার নাম আছে কিনা কিভাবে দেখবেন,জেনে নিন পদ্ধতি

এছাড়াও তফসিলি জাতি ও উপজাতির অন্তর্গত কৃষক, মজুর, কুটিরশিল্পী ও মৎস্যজীবী পরিবার ও এই প্রকল্পের আওতায় আসবেন।

English Summary: Nijo Griha Nijo Bhumi Scheme 2022: Farmers will now get free houses, apply today, find out more
Published on: 22 February 2022, 11:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)