রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 15 March, 2022 1:49 PM IST
পুরাতন পেনশন স্কিম আপডেট! কর্মীদের জন্য বিশেষ উপহার! সরকারের ঘোষণা!

পুরাতন পেনশন স্কিম আপডেট:

পুরনো পেনশন প্রকল্প নিয়ে বড় ঘোষণা করল সরকার। কর্মচারীদের পুরনো পেনশন স্কিম আবার চালু করার ঘোষণা দিয়েছে সরকার।

কেন্দ্রীয় সরকারও কী ঘোষণা করতে পারে?

দীর্ঘদিন ধরেই সরকারের কাছে দাবি তুলেছেন কর্মচারীরা। কেন্দ্রীয় সরকার এখন কর্মীদের দাবি বিবেচনা করছে। এর জন্য (পুরনো পেনশন প্রকল্প) কেন্দ্র আইন মন্ত্রকের মতামতও চেয়েছে। এখন মন্ত্রণালয়ের জবাবের অপেক্ষা।

কবে সিদ্ধান্ত হবে জানেন?

কেন্দ্রীয় সরকার কর্মচারী ওল্ড পেনশন স্কিম (OPS) চালু করছে। 31 ডিসেম্বর, 2003 বা তার আগে নিয়োগ করা সরকারি কর্মচারীরা এই সুবিধা পাবেন৷ কর্মী, জনঅভিযোগ ও পেনশন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং-এর মতে, আইন মন্ত্রকের প্রতিক্রিয়ার পরে বিষয়টি নেওয়া হবে।

আরও পড়ুনঃ  পিএম কুসুম যোজনা কী?, জানুন কীভাবে বাড়বে কৃষকদের আয়

English Summary: Old Pension Scheme Update! Special gift for staff! Government announcement
Published on: 15 March 2022, 01:49 IST