এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 27 July, 2023 2:15 PM IST

কৃষিজাগরন ডেস্কঃ দেশের কোটি কোটি কৃষকের অপেক্ষার দিন এখন শেষ। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 14 তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। গত কয়েক মাস ধরে, প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধাভোগী কৃষকরা 14 তম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এমন পরিস্থিতিতে টাকা ছাড়ার পর কৃষকদের মুখে খুশির ছাপ স্পষ্ট।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই আজ রাজস্থানের সিকার জেলা থেকে প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনার 14তম কিস্তি প্রকাশ করেছেন। এর মাধ্যমে DBT-এর মাধ্যমে দেশের 8.5 কোটি খাদ্য প্রদানকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে 17 হাজার কোটি টাকা স্থানান্তর করা হয়েছে। কৃষকরা তাদের PM-Kisan আবেদনের অবস্থা জানতে 155261 নম্বরে ডায়াল করতে পারেন।

আরও পড়ুনঃ কৃষকবন্ধু প্রকল্পে আসছে বড় পরিবর্তন! টাকা ঢোকা নিয়ে নয়া নির্দেশিকা

এই প্রকল্পের আওতায় কৃষকেরা কিস্তিতে 2000 টাকা করে বছরে তিন বার বার্ষিক মোট 6000 টাকা পান। কৃষকদের আর্থিক ভাবে স্বাবলম্বী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে মোদী সরকারের তরফে। এই যোজনার টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে জমা করা হয়।

আরও পড়ুনঃ Kharif Crop: জলবায়ু পরিবর্তনের প্রভাব! ঝুঁকির মুখে খাদ্য নিরাপত্তা, বাড়ছে উদ্বেগ

English Summary: PM Kisan 14th Installment: Check whether money has reached your account or not
Published on: 27 July 2023, 02:15 IST