ইতিমধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে গেছে ১০তম কিস্তির টাকা। কথামত নতুন বছরের প্রথম দিনই ১২টাই ঢুকল কিস্তির টাকা। প্রায় ২২ হাজার কোটি টাকা হতে পারে। স্বাধীনতার পর এটাই প্রথম প্রকল্প, যার আওতায় প্রথমবার সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে। এর আওতায় দেশের প্রায় ১১ কোটি কৃষককে ১.৬১ লক্ষ কোটি টাকা দেওয়া হচ্ছে। এই প্রকল্পের আওতায় ক্ষুদ্র কৃষকরা উপকৃত হচ্ছেন। আজই দেশের ১০ কোটি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে এই প্রকল্পের ১০ তম কিস্তির টাকা।
আরও পড়ুনঃ লাভজনক ব্যবসার ধারণা: মাত্র ১৫ হাজার টাকা বিনিয়োগ করে এই ব্যবসায় ৩ মাসে উপার্জন করুন ৩ লাখ!
স্ট্যাটাস চেক করার জন্য এই পন্থা অবলম্বন করুনঃ
- প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অফিশিয়াল ওয়েবসাইট, https://pmkisan.gov.in-এ যেতে হবে।
- এখানে 'কৃষক কর্নার' বিকল্পে ক্লিক করুন।
- এখন 'বেনিফিশিয়ারি লিস্ট' কে অপশনে ক্লিক করুন।
- এখানে আপনার রাজ্য, জেলা, উপ জেলা, ব্লক এবং গ্রামকে বেছে নেওয়া হয়েছে।
- এর পরে 'রিপোর্ট পান'-এ ক্লিক করুন।
এইভাবেই আপনি পেয়ে যেতে পারেন টাকা সম্পর্কিত বিভিন্ন তথ্য। পাশাপাশি যদি আপনার নাম পিএম কৃষক সম্মান নিধির 10তম কিস্ত তালিকায় নেই তাহলে আপনি পিএম কৃষক সম্মান নিধির হেল্পলাইন নম্বরে কল করবেন। 155261 এবং 011-24300606 এটি হল হেল্পলাইন নম্বর।