নতুন বছরের সব থেকে বড় উপহার পেলেন দেশের কৃষকরা । আজ কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা জমা দেওয়ার কর্মসূচির সূচনা করলেন প্রধানমন্ত্রী মোদী । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
এই প্রকল্পের আওতায় ১০ কোটি ৯ লক্ষ কৃষকদের অ্যাকাউন্টে ২০ হাজার ৯০০ কোটি টাকা পাঠানো হবে । এই প্রকল্পের আওতায় দেশের ১০ কোটি ৯ লক্ষ কৃষকদের বছরে ৬ হাজার টাকা দেওয়া হয় । তিনটি কিস্তিতে ২ হাজার টাকা করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা করে কেন্দ্রীয় সরকার ।
প্রধানমন্ত্রীর এই যোজনার সুবিধা পেতে কৃষকের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে । সেই কৃষকের কমপক্ষে ২ হেক্টর চাষের জমি থাকতে হবে । কোনও কৃষকের যদি সেই পরিমাণ জমি না থাকে, তাহলে এই যোজনার সুবিধা নিতে পারবেন না তিনি । ভার্চুয়াল অনুষ্ঠান চলাকালীন, প্রধানমন্ত্রী প্রায় ৩৫১ টি কৃষক উৎপাদনকারী সংস্থাকে ১৪ কোটির টাকারও বেশি ইক্যুইটি অনুদান প্রদান করেছেন । এই অনুদান প্রদানের ফলে ১ লক্ষ ২৪ হাজার কৃষক সরাসরি উপকৃত হবে ।
আরও পড়ুনঃ PM Kisan Yojana: ঢুকল ১০তম কিস্তির টাকা! জানবেন কিভাবে? রইল পদ্ধতি
এই ভার্চুয়াল অনুষ্ঠানে ৯ টি রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি, বিভিন্ন দফতরের মন্ত্রী ও কৃষির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । এই অনুষ্ঠানে, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, নতুন বছরের প্রথম দিনে, প্রায় ২০ হাজার ৯০০ কোটি টাকা প্রায় ১০ কোটি উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হচ্ছে । তিনি আরও বলেন, কৃষকদের দ্বিগুণ আয়ে সহায়তা করার জন্য সরকারের প্রচেষ্টার অংশ হিসাবে পিএম-কিষাণ কর্মসূচি চালু করা হয়েছিল । বছরের প্রথম কিস্তি ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে চলে আসে, দ্বিতীয় ১ এপ্রিল থেকে ৩১ জুলাই এবং তৃতীয় কিস্তি ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বরের মধ্য়ে দেওয়া হয় সব কাগজপত্র সঠিক থাকলে সেই কৃষকদের নাম তালিকায় যোগ করা হয় তালিকায় নাম থাকলেই সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে আসে টাকা ।
আরও পড়ুনঃএক ঝলকে দেখে নিন নতুন বছরের উৎসবের দিনগুলি