বাড়ির ছাদে জাফরান চাষ করুন, পুরো প্রক্রিয়া এবং যত্নের টিপস জেনে নিন! কেন খিরি জাতের ভেড়া পশুপালকদের প্রথম পছন্দ হয়ে উঠছে? বৈশিষ্ট্য জানুন গ্রীষ্মে ট্র্যাক্টর ইঞ্জিনকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করার ৫ টি কার্যকর উপায়!
Updated on: 1 January, 2022 2:54 PM IST
প্রতীকি ছবি

নতুন বছরের সব থেকে বড় উপহার পেলেন দেশের কৃষকরা । আজ কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা জমা দেওয়ার কর্মসূচির সূচনা করলেন প্রধানমন্ত্রী মোদী । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

এই প্রকল্পের আওতায় ১০ কোটি ৯ লক্ষ কৃষকদের অ্যাকাউন্টে ২০ হাজার ৯০০ কোটি টাকা পাঠানো হবে । এই প্রকল্পের আওতায় দেশের ১০ কোটি ৯ লক্ষ কৃষকদের বছরে ৬ হাজার টাকা দেওয়া হয় । তিনটি কিস্তিতে ২ হাজার টাকা করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা করে কেন্দ্রীয় সরকার ।

প্রধানমন্ত্রীর এই যোজনার সুবিধা পেতে কৃষকের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে । সেই কৃষকের কমপক্ষে ২ হেক্টর চাষের জমি থাকতে হবে । কোনও কৃষকের যদি সেই পরিমাণ জমি না থাকে, তাহলে এই যোজনার সুবিধা নিতে পারবেন না তিনি । ভার্চুয়াল অনুষ্ঠান চলাকালীন, প্রধানমন্ত্রী প্রায় ৩৫১ টি কৃষক উৎপাদনকারী সংস্থাকে ১৪ কোটির টাকারও বেশি ইক্যুইটি অনুদান প্রদান করেছেন । এই অনুদান প্রদানের ফলে ১ লক্ষ ২৪ হাজার কৃষক সরাসরি উপকৃত হবে ।

আরও পড়ুনঃ PM Kisan Yojana: ঢুকল ১০তম কিস্তির টাকা! জানবেন কিভাবে? রইল পদ্ধতি

এই ভার্চুয়াল অনুষ্ঠানে ৯ টি রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি, বিভিন্ন দফতরের মন্ত্রী ও কৃষির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । এই অনুষ্ঠানে, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, নতুন বছরের প্রথম দিনে, প্রায় ২০ হাজার ৯০০ কোটি টাকা প্রায় ১০ কোটি উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হচ্ছে । তিনি আরও বলেন, কৃষকদের দ্বিগুণ আয়ে সহায়তা করার জন্য সরকারের প্রচেষ্টার অংশ হিসাবে পিএম-কিষাণ কর্মসূচি চালু করা হয়েছিল । বছরের প্রথম কিস্তি ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে চলে আসে, দ্বিতীয় ১ এপ্রিল থেকে ৩১ জুলাই এবং তৃতীয় কিস্তি ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বরের মধ্য়ে দেওয়া হয় সব কাগজপত্র সঠিক থাকলে সেই কৃষকদের নাম তালিকায় যোগ করা হয় তালিকায় নাম থাকলেই সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে আসে টাকা ।

আরও পড়ুনঃএক ঝলকে দেখে নিন নতুন বছরের উৎসবের দিনগুলি

English Summary: PM Kisan Yojana: The country's farmers received the biggest gift of the new year
Published on: 01 January 2022, 02:53 IST