এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 28 December, 2022 3:34 PM IST
এবার কৃষকদের চাষের স্বপ্ন পূরণ করবে SBI, কীভাবে জানুন (ছবিঃ সংগৃহীত)

কৃষকরা প্রতি মরশুমে সর্বদাই একটা চিন্তায় মগ্ন থাকেন, যে তাদের তৈরি করা ফসলের সঠিক মূল্য পাবেন কিনা বা মূল্য পেলেও কত পাবে? এই চিন্তার কারনও রয়েছে, একজন কৃষক যে পরিমানে রোদ, জল ও ঝড় সহ্য করে ফসল ফলায় তাতে সঠিক দাম পাওয়ার চিন্তা থেকেই যায় দিনের শেষে। আবার জমিতে শস্য ফলানোর জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয়। সেই অর্থ বেশিরভাগ সময়েই কৃষকেরা ধার করেন বা বিভিন্ন সংস্থা থেকে ঋণ নেন। ফলে ঋণ শোধ তারপর লাভ! সবটাই নির্ভর করে বাজারের উপর।

তবে আবার ঋণ নেওয়ার প্রসঙ্গ নিয়ে এগিয়ে এলো এসবিআই। কৃষকদের চাপ কমাতে এসবিআই এগ্রি গোল্ড লোন সাহায্যের হাত বাড়াবে। খুব অল্প পরিমাণ সুদের হারে ঋণ দেয় এসবিআই। কৃষক অন্যের জমি চাষ করার জন্য এই ঋণ পাবেন। কৃষিতে প্রয়োজনীয় যন্ত্র, কৃষিজমির উন্নয়ন, হর্টিকালচার, সেচ-সহ সমস্ত ক্ষেত্রেই এই ঋণ মিলবে কৃষকদের। এই ঋণের চার্জ হল এক বছরের MCLR rate + 1.25% সুদের হার।

আরও পড়ুনঃ জৈব চাষে সাফল্য অবসরপ্রাপ্ত অধ্যাপকের! মাত্র 7500 টাকা খরচে 2.5 লাখ আয়

ঋণ পাওয়ার যোগ্যতাঃ

এই ঋণ সমস্ত ধরনের কৃষকেরাই পাবে। জমির মালিক, কৃষি উদ্যোগপতিরাও এই ঋণ পেতে পারেন।

কীভাবে ঋণ পাওয়া যাবে?

এই ঋণ নেওয়ার পর থেকে ১২ মাস সময় থাকবে তা পরিশোধের জন্য।

সিকিউরিটি হিসেবে সোনার গয়না বন্ধক রাখতে পারেন।

এই প্রতিবেদনটি মিডিয়ার রিপোর্টের ভিত্তিতে তৈরি। তাই ঋণ সংক্রান্ত বিষয়ে আরও বিশদে জানতে হলে নিকটবর্তী ব্রাঞ্চে যেতে হবে।

English Summary: SBI Agri gold loan for farmers Know all details
Published on: 28 December 2022, 03:34 IST