সামনেই পঞ্চায়েত ভোট। আর ভোটের আগে একের পর এক মাস্টারস্ট্রোক দিচ্ছে মমতা সরকার। সম্প্রতি গ্রামীণ পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন দফতরে প্রচুর টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। ইতিমধ্যেই অর্থ দফতরের তরফ থেকে প্রকাশ করা হয়েছে নির্দেশিকা। রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড অর্থাৎ, আর আই ডি এফ প্রজেক্টের অধীনে এই টাকা দেওয়া হবে বিভিন্ন দফতরে। মোট ১৩ টি দফতরে বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে এই টাকা।
নির্দেশিকা অনুযায়ী এই টাকা কৃষি দফতরকে ১৫ কোটি, প্রাণিসম্পদের খাতায় ৪০ কোটি টাকা, সমবায় দফতরকে ১৯ কোটি, পঞ্চায়েত দফতরের ঝুলিতে ৩০০ কোটি, পূর্ত দফতরকে ১০০ কোটি, জলসম্পদ দফতরকে ৩০ কোটি, নারী ও শিশু কল্যাণ দফতরকে ৬০ কোটি, সেচ দফতরের খাতে ৫৫ কোটি, খাদ্য দফতরকে ৫ কোটি, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরকে ১২.৫০কোটি, স্বাস্থ্য দফতরের খাতায় ৩৬.৫০ কোটি, ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরকে ২০ কোটি টাকা, মৎস্য দফতরকে ২১.৫০ কোটি দেওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে।
তৃনমূলের পাখির চোখ এখন পঞ্চায়েত ভোটের দিকে। স্বাভাবিকভাবেই গ্রামীণ উন্নয়নের জন্য উঠে পড়ে লেগেছে রাজ্য সরকার। আগামী বছরের শুরুতেই শুরু হবে পঞ্চায়েত ভোট। আর তার আগেই গ্রামীণ উন্নয়নের খাতে প্রায় ৭১৪ কোটি বরাদ্দ করল রাজ্য সরকার।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্যে চলছে জোর তরজা। বাড়ি কবে পাবে, টাকা কবে আসবে এই নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় চলছে গ্রামবাসীদের বিক্ষোভ। কিছুদিন আগেই আবাস যোজনা এবং সড়ক যোজনার টাকা রাজ্যকে দিয়েছে কেন্দ্র। আবার ১০০ দিনের বকেয়া টাকাও আর কিছুদিনের মধ্যেই রাজ্যকে দিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী।