Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 2 March, 2023 1:58 PM IST
এটি একটি প্রতীকী ছবি।

কৃষিজাগরন ডেস্কঃ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাচ্ছিলেন।কিন্তু হঠাৎ করেই গত দুই কিস্তির টাকা আর অ্যাকাউন্টে ঢুকছে না।কিষাণ সম্মান নিধির কোন সাহায্যই আর পাচ্ছেন না।এমনই অভিযোগ নিয়ে মাথাভাঙ্গা-২ ব্লকের কৃষি অধিকর্তার দ্বারস্থ হলেন একদল কৃষক।অভিযোগ,গত দুই কিস্তির কোন টাকাই তাদের অ্যাকাউন্টে ঢুকছে না।ফলে বিপাকে পড়েছেন কৃষকরা।

যদিও কৃষি আধিকারিকদের দাবি,অনেক সময় ব্যাঙ্কে ত্রুটি থাকলে এই ধরনের সমস্যা দেখা যায়।অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের নম্বর যুক্ত সহ কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন না করলে এইধরনের সমস্যার আশঙ্কা সবচাইতে বেশি থাকে।

আরও পড়ুনঃ মুক্তি পেল PM KISAN - সম্মান নিধির 13তম কিস্তির টাকা,আপনার টাকা ঢুকছে তো ?

প্রশঙ্গত,গত কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১৩-তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠনো হয়েছে।কৃষি মন্ত্রণালয় থেকে কৃষকদের উদ্দ্যেশে  বারংবার ঘোষণা করা হয়েছিল যে,কেওয়াইসি না থাকলে কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা পাবেনা।

আরও পড়ুনঃ হোলির আগেই কৃষকদের খুশির খবর দিল কেন্দ্র

সেই সুত্র ধরেই মাথাভাঙ্গা ব্লকের কৃষি আধিকারিকরা কৃষকদের ব্যাঙ্কের সাঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।তবে সঠিক কি কারনে ওই কৃষকরা PM KISAN-এর টাকা পাচ্ছেন না,তা জানা যায়নি।

কেন্দ্রীয় সরকার কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে ২০১৮ সালে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি চালু করেছিল।এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা প্রতিবছর তিন কিস্তিতে ২০০০ টাকার সুবিধা পেয়ে থাকেন।

কৃষকদের সুবিদার্থে কৃষি দপ্তর থেকে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা সংক্রান্ত যে কোনও সমস্যার কথা জানানোর জন্য একটি ইমেল আইডি চালু করা হয়েছিল। PM KISAN-সংক্রান্ত যে কোন সমস্যার জন্য pmkisan-ict@gov.in-এ যোগাযোগ করতে পারেন। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার হেল্পলাইন নম্বর- 155261 বা 1800115526 (টোল ফ্রি) বা 011-23381092। প্রয়োজনে এখানে ফোন করেও যোগাযোগ করা যেতে পারে।

English Summary: The money of PM KISAN is not coming in, the farmers under the Agriculture Department are desperate
Published on: 02 March 2023, 01:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)