এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 24 April, 2023 3:53 PM IST

বর্তমানে পশুপালনের দিকে ঝুঁকছেন কৃষকরা। পশুপালনে যাতে দেশের আরও মানুষ যোগদান করেন সেদিকে নজর দিচ্ছে রাজ্য এবং কেন্দ্র সরকার। ইতিমধ্যেই দেশে পশুপালন বাড়ানোর জন্য একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার।

এই মর্মে ঝাড়খণ্ড সরকার একটি বড় প্রকল্প উপহার দিয়েছে এই রাজ্যের বাসিন্দাদের। ঝাড়খণ্ড সরকার তার রাজ্যে দুধ উৎপাদন বাড়াতে দুগ্ধ গাই কেনার জন্য বাম্পার ভর্তুকি দিচ্ছে। ঝাড়খণ্ডে, কৃষকরা মাত্র 10 শতাংশ পরিমাণ খরচ করে দুধ গরু কিনতে পারেন। মুখ্যমন্ত্রী পশুধন বিকাশ যোজনার আওতায় কৃষকদের এই সুবিধা দেওয়া হচ্ছে। একই সঙ্গে অন্য সব শ্রেণির মানুষকে ৭৫ শতাংশ অনুদান দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  ডায়াবেটিসে মোক্ষম অস্ত্র এই ফুল! খেলেই থাকবে নিয়ন্ত্রণে

ঝাড়খণ্ড রাজ্যে সমস্ত কৃষকদের এই সুবিধা প্রদান করছে। তাঁদের দাবি পশুপালন এর সংখ্যা বাড়লে গোবর উৎপাদনের পরিমাণ বাড়বে। পাশাপাশি প্রাকৃতিক চাষ এবং জৈব চাষের সারের ক্ষেত্রে ভাবতে হবে না কৃষকদের। কারণ এই গোবর থেকেই উৎপাদিত সার চাষের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

আরও পড়ুনঃ  বুধবার পর্যন্ত বঙ্গে বৃষ্টি! তৈরি ঘূর্ণিঝড়

আগ্রহী কৃষকরা মুখ্যমন্ত্রী পশুধন বিকাশ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন । এছাড়া গরু উন্নয়ন কর্মকর্তার অফিসে গিয়েও কৃষকরা এর জন্য এর জন্য আবেদন করতে পারবেন। প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের সুবিধা নিতে, রাজ্যের স্থানীয় বাসিন্দা হওয়া প্রয়োজন। শুধুমাত্র গবাদি পশুপালক বা কৃষকরা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। ঝাড়খণ্ডের মতো, মধ্যপ্রদেশ সরকারও রাজ্যের বাইগা, ভারিয়া এবং সাহারিয়া সম্প্রদায়ের লোকদের পশুপালনের সাথে সংযুক্ত করার চেষ্টা করছে।  দুটি মহিষ বা গরু এই সমিতির পরিবারগুলোকে বিনামূল্যে দেওয়া হয়। এছাড়া পশুখাদ্য থেকে শুরু করে যাবতীয় খরচের ৯০ শতাংশও সরকার দেয়।

English Summary: The state government is paying 90% of the cost to buy cows!
Published on: 24 April 2023, 02:17 IST