এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 20 December, 2022 11:11 AM IST
Duare Sarkar: ‘‌দুয়ারে সরকার’‌ প্রকল্পের জয়জয়কার! মিলল Digital India পুরস্কার (সংগৃহীত ছবি)

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মুকুটে জুড়তে চলেছে আরও এক নয়া পালক। এবার পুরস্কিত হবে রাজ্যের ‘দুয়ারে সরকার’ প্রকল্প। কেন্দ্রের তরফে পুরস্কৃত হতে চলেছে এই প্রকল্প। সম্প্রতি তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ডিজিটাল ইন্ডিয়া পুরস্কার পাচ্ছে ‘দুয়ারে সরকার’ প্রকল্প। আগামী আগামী ৭ জানুয়ারি দিল্লিতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)।

রাজ্যের সমস্ত মানুষের কাছে সরকারী পরিসেবা পৌঁছে দিতে ২০২০ সালের পয়লা ডিসেম্বর শুরু হয়েছিল ‘দুয়ারে সরকার’ প্রকল্প। এই প্রকল্পের পরিষেবা আরও ভালো করার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী ‘দুয়ারে সরকার’ পোর্টাল চালু করেছেন। এখনও পর্যন্ত পাঁচ দফায় শিবির অনুষ্ঠিত হয়েছে এবং এই প্রকল্পের আওতায় সারে ছয় কোটি মানুষ পরিষেবা পেয়েছেন। এই মুহূর্তে রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার প্রকল্প। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এরই মাঝে পুরষ্কারের সুখবরে উচ্ছ্বাসিত নবান্ন। এই জনহিতকর প্রকল্প ইতিমধ্যেই নজর কেড়েছে ইউনিসেফের।

আরও পড়ুনঃ প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন ময়নাগুড়িতে

দুয়ারে সরকার প্রকল্পের শিবিরে একাধিক সুযোগ সুবিধা পায় রাজ্যবাসী। যেমন এই শিবিরেই লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmi Bhandar), কন্যাশ্রী (Kanyashree), স্বাস্থ্যসাথী (Swasthya Sathi), খাদ্যসাথী সহ ২৫টি প্রকল্পের পরিষেবা পাওয়া যায়। আপনার জেলার নিকটবর্তি ক্যাম্পের সন্ধান পেতে https://ds.wb.gov.in-এ গিয়ে দেখে নিতে পারেন। এছাড়াও প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানতে টোল ফ্রি হেল্পলাইন নম্বরও রয়েছে। ১০৭০/২২১৪-৩৫২৬ এই নম্বরে ফন করে জেনে নিতে পারেন দুয়ারে সরকার কর্মসূচি সম্পর্কে।

English Summary: west bengal govt scheme duare sarkar will be awrded from central govt
Published on: 20 December 2022, 11:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)