কৃষিজাগরণ ডেস্কঃ কৃষকদের আর্থিক সাহায্য দিতে যেমন কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেছে। তেমনি রাজ্য সরকারও কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল। এবার কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার অপেক্ষা করছেন। সুবিধাভোগী কৃষকদের জন্য সুখবর আসতে চলেছে শীঘ্রই। কৃষক বন্ধু প্রকল্পকে ঢেলে সাজাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবি শস্যের জন্য ৯১ লাখের বেশি কৃষককে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় মোট ২ হাজার ৫৫৫ কোটি টাকা সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “চলতি বছর জুন মাসে খারিফ মরশুমের জন্য ৭৯ লাখ কৃষককে ২ হাজার ৪৬৮ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছিল রাজ্যের তরফে। অর্থাৎ এই বছর কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের মোট ৫ হাজার ২৩ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। ৯১ লাখ ৫৭ হাজার কৃষককে সহায়তা দেওয়া হয়েছে এই প্রকল্পে। সবমিলিয়ে ১২ হাজার ৫০০ কোটি টাকার বেশি এই প্রকল্পে সহায়তা করা হয়েছে।"
কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামী জানুয়ারি মাসেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে। তবে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি।
আরও পড়ুনঃ স্বাস্থ্যসাথী কার্ড বিরাট পরিবর্তন,হাসপাতালগুলিকে চাপে রাখতে কড়া দাওয়াই নবান্নের
গত বছর ডিসেম্বর মাসে কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢুকেছিল। এবার যদিও ডিসেম্বরে কৃষক বন্ধুর টাকা ঢোকার কোনও সম্ভবনাই নেই। আশা করা হচ্ছে জানুয়ারির ১৫ তারিখের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে।
আরও পড়ুনঃ এবার কৃষকদের চাষের স্বপ্ন পূরণ করবে SBI, কীভাবে জানুন..
পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার অনুদান এবং জীবন বীমার সহায়তা প্রদান করে। এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের ২ লাখ টাকা জীবনবীমা দেওয়া হয়। পাশাপাশি খরিফ এবং রবি চাষের আগে দুটি কিস্তিতে সর্বাধিক দশ হাজার টাকা করে অনুদান পেতে পারেন কৃষকরা।