এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 25 February, 2022 12:20 PM IST
স্বাস্থ্য সাথী প্রকল্প

২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র রাজ্যের জন্য স্বাস্থ্য সাথী প্রকল্প ঘোষণা করেছিলেন। স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় চিকিৎসা পাচ্ছেন রাজ্য়ের বহু মানুষ।স্বাস্থ্য সাথী কার্ডে থাকলে বিনামূল্যে সরকারি ও বেসরকারি উভয় হাসপাতালে চিকিৎসা পাওয়া যায়।এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য় বীমা সরবরাহ করা হয়।বেশির ভাগ মানুষই নিয়মিত স্বাস্থ্যের দেখভাল বা চেক আপ করেন না। হয়তো অনেক সময়ে তা সামর্থ্যে কুলিয়ে ওঠে না, কখনও আবার স্বাস্থ্য নিয়ে আমরা তেমন সচেতনটা থাকি না।কিন্তু এখন খুব সহজেই আপনি সাস্থ্য় স্বাথী কার্ডের মাধ্য়মে চিকিৎসা করাতে পারবেন।

আজকের এই প্রতিবেদনে আমরা আপনার সাথে স্বাস্থ্য সাথী প্রকল্প সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য যেমন- আপনি কিভাবে এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং কিভাবে আপনি অনলাইনে  আপনার নাম চেক করবেন সমস্ত তথ্য় বিস্তারিত আলোচনা করব।

আরও পড়ুনঃ শিশুদের চিকিৎসা হবে বিনামূল্য়ে,কি কি সুবিধা পাবেন,কি কি ডকুমেন্ট প্রয়োজন,জেনে নিন বিস্তারিত

স্বাস্থ্য সাথী প্রকল্পের প্রধান বৈশিষ্ট

বেসিক হেল্থ কভার সেকেন্ডারি ও টারশিয়ারি কেয়ারের জন্য প্রতি পরিবার ৫ লক্ষ টাকা পাবে ।

ইন্সুরেন্স মোডের মাধ্যমে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত এবং আসুরেন্স মোডের মাধ্যমে ১.৫ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে ।

প্রকল্পটি ০১.০২.২০১৭ থেকে চালু করা হয়েছিল । ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি ৯ জেলায় বীমা অংশীদার ছিল এবং ২৮.০২.২০১৮ পর্যন্ত ১১ জেলায় ইউনাইটেড ইন্ডিয়া ইন্সুরেন্স কোম্পানি ছিল । ২০১৮ সালের মার্চ মাসের জন্য নিশ্চয়তা মোডে স্কীমটি বাস্তবায়িত হয়েছিল ।

স্বাস্থ্য সাথী কার্ড আবেদন পদ্ধতি

স্বাস্থ্য সাথী কার্ড কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে Swasthya Sathi From 'B' ফিলাপ করে জমা করতে হবে।এছাড়াও আপনি স্বাস্থ্য় সাথীর অফিসিয়াস ওয়েবসাইটে গিয়েও ফর্ম ফিলাপ করতে পারবেন।আবেদনকারী ও পরিবারের সকলের নাম ঠিকানা সহ যাবতিয় নথি ফিলআপ করে জমা দিতে হবে।

স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক অনলাইন পদ্ধতি

নিচে কিভাবে আপনারা স্বাস্থ্য সাথী কার্ড এর নাম চেক করতে পারবেন অনলাইনে তার সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হলঃ-

প্রথমে আপনাদের রাজ্য সরকারের তরফ থেকে তৈরি করা স্বাস্থ্য সাথী প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে যার লিংক নিচে দেওয়া হল।

অফিসিয়াল ওয়েবসাইট লিংক – www.swasthyasathi.gov.in

এরপর আপনি “Find your name” অপশনটি ব্যবহার করে আপনার ডিটেলস অনুসন্ধান করে অনলাইনে আপনার স্বাস্থ্য সাথী কার্ডে নিজের নাম চেক করতে পেতে পারেন।

স্বাস্থ্য সাথী (SWASTHYASATHI) কার্ড কিভাবে রেনুয়াল করবেন ? | Swasthya Sathi card renewal  

স্বাস্থ্য সাথী কার্ড থাকলে তা রেনুয়াল করার জন্য আপনার অতিরিক্ত চিন্তার কোনো কারণ নেই I কোনো ফর্ম ফিলাপ বা কোথাও আবেদন করারও প্রয়োজন নেই I স্বাস্থ্য সাথী কার্ড আপনাকে রেনুয়াল করতে হবে না, এই কার্ড  auto-renewal I অর্থাৎ কাউকে তার স্বাস্থ্য সাথী কার্ড রেনুয়াল করাতে হবে না সেটি অটোমেটিক রেনুয়াল হয়ে যাবে।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা: প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে বিনামূল্যে এলপিজি সংযোগ পাওয়া যায়, এভাবে আবেদন করুন

স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে কিছু তথ্য

  • স্বাস্থ্য সাথীর স্মার্ট কার্ডটি পরিবারের সর্বজেষ্ঠ্যা মহিলার নামে নথি ভুক্ত হবে ।

  • প্রত্যেক পরিবারে কেবল একটি কার্ড দেওয়া হবে ।

  • তবে সুবিধা সকল সদস্য পাবেন।যদি একটি পরিবারে একাধিক কার্ড জারী করা হয় তাহলে সেটি বন্ধ করা হতে পারে ।

  • যে সমস্ত নবজাতক শিশু কে বল একবছরের নীচে বয়স তাঁরা মায়ের কার্ডে অন্তর্ভুক্ত থাকবে ।

  • পরিবারের শুধুমাত্র একজন সদস্য স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য আবেদন করতে পারবে না।সেই সদস্যকে পরিবারের কোন সদস্যের সঙ্গে যুক্ত হতে হবে।

English Summary: You will now get this facility through health partner, new rules have been issued, how to do health partner, know the complete procedure
Published on: 25 February 2022, 12:20 IST