'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার
Updated on: 21 May, 2018 5:05 AM IST

কৃষিক্ষেত্রে রাসায়ানিক ব্যাবহার বন্ধের দাবী উঠেছে অনেক ঘটনাকে কেন্দ্র করে, বহু কৃষকের মৃত্যু ঘটেছে বিষাক্ত এই রাসায়নিক ব্যাবহার করতে গিয়ে। সক্রিয় কৃষিবিদ এবং মহারাষ্ট্রের মুখ্য অধিকর্তা কিশোর তিওয়ারি একটি বিবরন পেশ করেছিলেন আজ, আতে রাজ্যের রাসায়নিক ব্যাবহার বন্ধের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। তিনি দাবী করেন আগের বছর ৬০ এর ও বেশি কৃষক মারা যায় বিষাক্ত রাসায়নিক ও কীটনাশক স্প্রে করতে গিয়ে। কেন্দ্রীয় সরকারের উচিত সত্বর রাজ্য সরকারের প্রস্তাব মেনে নেওয়া ও রাসায়নিক ব্যাবহার বন্ধ করা- বলেছেন মিঃ তিওয়ারি, vasantrao naik sheti swavalamban mission এর চেয়ারম্যান এই রাসায়নিকের বেশিরভাগই অন্যান্য দেশে বন্ধ করে দেওয়া হয়েছে সেই দেশের মানুষের শরীরের ও দেশের বাস্তুবিদ্যার কথা ভেবে- তিনি বলেছিলেন। সুপ্রিম কোর্ট অনেক আগেই ঘোষণা করেছিলেন যে রাসায়নিক ব্যাবহার বন্ধ করা হোক প্রতিটি দেশে, প্রতিটি মানুষের কথা ভেবে। পিটিশনে লেখা ছিল কমপক্ষে ৯৩টি রাসায়নিক ব্যাবহার বন্ধ করা হবে দেশে এবং বাকি আরও ৬ টি রাসায়নিক যেগুলি ভারতে ব্যাবহার করা হয় সেগুলি তুলে নেওয়া হবে অথবা ব্যাবহার নিয়ন্ত্রিত করা হবে সমস্ত অন্যান্য দেশেও।

- Sushmita

English Summary: Pesticide banned
Published on: 21 May 2018, 05:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)