দীর্ঘ দশ বছরের কঠিন লড়াইয়ের পর অবশেষে সাফল্য মিলল যূথিকার। ৪৫ বছরের যূথিকা অ্যাথলেটিক হিসেবে দীর্ঘ দশ বছরে বহু মেডেল অর্জন করেছেন। তবে সোনার মেডেল এই প্রথম মিলল। সম্প্রতি নাসিকে আয়োজিত ভেটেরেন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে (Veteran Sports Championship) তিন হাজার ও পাঁচ হাজার কিমি হাটা প্রতিযোগিতায় সোনার মেডেল ও দৌড়ে ব্রোঞ্জ জিতে নিয়েছে বাংলার এই মেয়ে যূথিকা রায়।
যূথিকার লড়াইটা শুরু হয়েছিল ২০১২ থেকে। নিজের জীবনের সাথে লড়াই করে এগিয়ে গিয়েছেন যূথিকা। আমফানে উরে গিয়েছিল ঘরের ছাদ। পুরসভার দেওয়া প্লাস্টিকের ছাউনি করেই ছেলেকে নিয়ে দিন কাটায় যূথিকা। ঘরে নেই বিদ্যুৎ সংযোগ। এমন কঠিন পরিস্থিতির মধ্যেই ২০২০ সালে স্বামিকে হারিয়েছে যূথিকা। তবে ওই প্লাস্টিকের ছাউনি দেওয়া ঘরে যেটা আছে তা হল দীর্ঘ দশ বছরের অর্জন করা বহু মেডেল ও এক রাস স্বপ্ন।
আরও পড়ুনঃ তেজপাতা বিক্রি করে সংসার চালাচ্ছেন ষাটোর্ধ্ব বৃদ্ধ, জানুন তাঁর জীবন কাহিনি
সংসার চালাতে রাস্তার ধারে একটি চায়ের দোকান করে যূথিকা। সেটাও নানা প্রতিবন্ধকতায় বন্ধ রয়েছে বর্তমানে। যেখানে নুন আনতে পান্তা ফুরায় যূথিকার, সেখানে নিজের অদম্য জেদ ও আগ্রহ না থাকলে পৌঁছনো অসম্ভব ছিল তাঁর। সেই জায়গা থেকেই আজ যূথিকার গলায় সোনার মেডেল। মেডেল জিতে বাংলার মুখ উজ্বল করলেও, জীবন সংগ্রামে আজও লড়াই করেছেন তিনি। তবে সুদিনের আশায় রয়েছে ৪৫ বছর বয়সি অ্যাথলেটিক যূথিকা।