এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 1 April, 2023 5:23 PM IST
সাদা, হলুদ, গোলাপী, মিষ্টি আলু ফলিয়ে তাক লাগালেন ময়নাগুড়ির কৃষক অজিত

উৎপল রায়, জলপাইগুড়ি, কৃষি জাগরণ: বাংলাদেশের রঙিন মিষ্টি আলুর চারা সংগ্রহ করে ভারতের মাটিতে চাষ করে তাক লাগালেন ময়নাগুড়ির কৃষক অজিত সরকার। ব্যাংকান্দি এলাকার এক বিঘা জমিতে বিভিন্ন রঙের মিষ্টি আলুর চাষ শুরু করেছেন এই কৃষক। তিনি জানুয়ারি মাসে বাংলাদেশ থেকে চারা নিয়ে এসে শুরু করেছেন এই চাষ। ইতিমধ্যেই গাছে চলে এসেছে ফুল।

তিনি জানান, আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই তা বিক্রি করা শুরু হবে। তবে এই কৃষক, রঙ্গিন এই মিষ্টি আলু কোথায় বিক্রি হবে এবং কত টাকায় বিক্রি হবে তা নিয়ে কিছুই জানেননা। যদিও ময়নাগুড়ি কৃষি দপ্তর তাকে কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছেন। কৃষি দপ্তরের পক্ষ থেকে এই ফসল বিক্রির জন্য সহযোগিতা করবে বলে ময়নাগুড়ি কৃষি দপ্তর জানিয়েছে। ময়নাগুড়ির কৃষক অজিত সরকার বলেন, এক বিঘা জমিতে সাদা, হলুদ, গোলাপী, লাল ও কমলা রঙের মিষ্টি আলুর চাষ শুরু করেছেন।

আরও পড়ুনঃ  বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত তামাক! দ্রুত তামাক কাটতে ব্যস্ত জলপাইগুড়ির চাষীরা

এক একটি চারা তিনি আট টাকা দিয়ে কিনেছেন। তিনি এই চারা এনে রামসাই এবং ব্যাংকান্দি এলাকার আরো দুজন কৃষককে চারা দিয়েছেন। ৯০ দিনে এই চারা থেকে ফল পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন। খুব দ্রুত তারা কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করবেন যেন মার্কেটিং বিষয় কোন সহযোগিতা পাওয়া যায়। অজিত সরকারের মতে, অন্যান্য মিষ্টি আলুর তুলনায় এর দাম ভালো পাওয়া যাবে। কারণ এটা একেবারেই নতুনত্ব একটি চাষ।

আরও পড়ুনঃ  রাজ্যজুড়ে কৃষক আত্মহত্যার প্রতিবাদে শুভেন্দুর নেতৃত্বে পথে নামছে বিজপি

English Summary: Farmer Ajit of Mainaguri planted white, yellow, pink and sweet potatoes on the shelves
Published on: 01 April 2023, 05:23 IST