এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 12 May, 2021 7:53 PM IST
Muhammad Fayej (Image Credit - Google)

বছর ১০ আগে শুরু করেছিলেন সব্জি চাষ, তবে তিনি ভাবতেও পারেননি আজকের সাফল্যের কথা| বিশাল সব্জি খেতে ফলেছে সারি সারি বাঁধাকপি, ফুলকপি ও টমেটো | তিনি হলেন, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দক্ষিণ দৌলতপুর গ্রামের একজন সফল সব্জিচাষি মুহাম্মদ ফয়েজ | বর্তমানে, তিনি এক একর জমিতে বছরে কমপক্ষে ছয় ধাপে করে আয় করেছেন ৪-৫ লক্ষ টাকা | ইতিমধ্যেই, তিনি হয়ে উঠেছেন স্থানীয় কৃষকদের দৃষ্টান্ত |

প্রাথমিক শিক্ষা নিয়েছিলেন তার বাবার কাছে | ওই সময় মাত্র ২০ শতক জমিতে সব্জির চাষ করেই পেয়েছিলেন সাফল্য তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি | সব্জি বিক্রির টাকায় কিনেছেন ফসলি জমি এবং করেছেন পাকা বাড়িও |

সব্জি চাষের কিছু টিপস:

বর্তমনে তিনি এক একর জমিতে অগ্রহায়ণ থেকে মাঘ মাস পর্যন্ত চাষ করেন ফুলকপি, বাঁধাকপি ও টমেটো| এরপর ফাল্গুন থেকে চৈত্র পর্যন্ত পুঁইশাক ও পালংশাক এবং বৈশাখে শসা, চিচিঙ্গা, করলা ও চালকুমড়ার চাষ করেন | প্রধানত, তিনি ক্ষেতে রাসায়নিক সারের তুলনায় জৈব সার অধিক পরিমানে ব্যবহার করেন | ক্ষেতের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের জল দিয়ে জমিতে সেচ দেন | এ জন্য খরচও কমে এবং ফলনও ভালো হয় | এই পদ্ধতিতে তিনি বছরে ছয় ধাপে বিভিন্ন সব্জির চাষ করেছেন |

সব্জি চাষে লাভের পরিমান:

ফয়েজ জানিয়েছেন, গড়ে প্রতি একর জমিতে ছয় মেট্রিক টন সবজি উৎপাদিত হয় এবং প্রতি মেট্রিক টন সব্জির বাজারদর ১৫ হাজার টাকা। তিনি বলেছেন, ফুলকপি ও বাঁধাকপি ইতিমধ্যে ক্ষেত থেকে তোলার উপযুক্ত হয়েছে | এমনকি বিক্রি করে তার লাভও ভালোই হয়েছে | জমি তৈরি থেকে শুরু করে চারা লাগানো, সার প্রয়োগ, সেচ থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ফুলকপিতে গড়ে খরচ পড়েছে চার থেকে পাঁচ টাকা | আর একটি ফুলকপি বাজারে বিক্রি করে পেয়েছেন ২০ থেকে ২৫ টাকা। প্রতিবছর ওই জমির পেছনে গড়ে তাঁর ব্যয় হয় এক লাখ টাকার মতো। আর সারা বছর সবজি বিক্রি থেকে আয় হয় প্রায় চার-পাঁচ লাখ টাকা।

তিনি আরও বলেছেন, সব্জি চাষে যে কোনো সমস্যায় তিনি উপজেলা কৃষি বিভাগ থেকে সহায়তা পেয়েছেন | বর্তমানে তার সাফল্য দেখে ওই এলাকার শতাধিক চাষী সব্জি চাষে আগ্রহী হয়েছেন | এমনকি, অনেকেই তার কাছ থেকে সব্জি চাষের পরামর্শও নিয়েছেন |

প্রতিবেশী কৃষক তৌহিদুল আলম বলেছেন, ফয়েজের ক্ষেতের ফসল দেখে সব্জি চাষের প্রতি তার আগ্রহ জন্মেছে | তিন বছর ধরে তিনিও একজন সফল সব্জি চাষী |

আরও পড়ুন - উন্নত জাতের ছাগল পালন করে এই মহিলা উপার্জন করছেন লক্ষাধিক

গ্রামীণ অর্থনীতিতে বেকার সমস্যা সমাধানে এই সব্জি চাষ খুবই গুরুত্বপূর্ণ | স্বল্প পুঁজিতে লাভের মোটা অঙ্কের পরিমান হাতে আসে কৃষকদের | শুধুমাত্র সব্জি চাষ করে বেকারত্ব দূর করার কৌশল দেখিয়েছেন তিনি | সব্জি চাষ করেও যে মানুষ আর্থিক সচ্ছলতার মুখ দেখতে পারেন, ফয়েজ তার জ্বলন্ত উদাহরণ | তিনি প্রত্যেক কৃষকবন্ধুদের যথার্থ অনুপ্রেরণা |

নিবন্ধ:- রায়না ঘোষ

আরও পড়ুন - মাছ চাষ করে লক্ষ টাকারও বেশী আয় করছেন পশ্চিমবঙ্গের এই যুবক, জানুন তাঁর সাফল্যের কাহিনী

English Summary: Fayez, a vegetable farmer, has an annual income of Rs 5 lakh. Learn the strategy for his success
Published on: 12 May 2021, 07:53 IST