ভারতের ৮০ শতাংশ প্রান্তিক চাষী জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত: রিপোর্ট গরমে মাছের ভালো বৃদ্ধির জন্য মেনে চলুন এই টিপসগুলো হিট স্ট্রোকে হতে পারে মৃত্যুর কারণ, জেনে নিন হিট স্ট্রোকের লক্ষণ ও ঘরোয়া প্রতিকার!
Updated on: 10 May, 2024 3:11 PM IST
কৃষি নিয়ে এই এক রত্তির কথা শুনলে আপনিও অবাক হবেন , IMAGE SOURCE: Dhoniram chetia ( FACEBOOK)

এই এক রত্তির নাম দিব্যজ্যোতি চেটিয়া। আসামের প্রত্যন্ত গ্রাম তিনসুকিয়া জেলার বাসিন্দা। বয়স ১০ বছর। কৃষক ধনিরাম চেটিয়ার ছেলে। ছোট থেকেই গাছের সঙ্গে এক নিবিড় টান এই এক রত্তির। পেঙ্গেরির একটি ইংলিশ মিডিয়াম স্কুলে অধ্যয়নরত এই খুদে। স্কুল ছুটির পর তাঁর খেলার সঙ্গী এই খামার। স্কুলে ছুটির ঘণ্টা বাজলেই তাঁর একমাত্র ঠিকানা এই খামার। তাঁর বাবা জানান  দিব্যজ্যোতি প্রায়ই স্কুল ছুটির পরে বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে খামারে চলে যায়। তাদের সাথে বিভিন্ন কাজে সাহায্য করে।

দিব্যজ্যোতি দিনের বেশিরভাগ সময় তাঁর বাবার সঙ্গে কাটায়। বাবা যেহেতু কৃষি কাজের সঙ্গে যুক্ত তাই ছেলেরও একই জিনিসের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে। গ্রামাঞ্চলে দেখা যায় ছেলেরা তাঁর বাবাকে কাজে সাহায্য করে। শিশুরা তাদের পিতামাতার সঙ্গ পছন্দ করে। পিতামাতার জীবিকার সাথে একীভূত হয়। তাই দিব্যজ্যোতির ক্ষেত্রেও অন্যথা হয়নি। ধনীরাম চেটিয়া আসামে নতুন ধারণা নিয়ে চাষ করছেন। ছোট্ট দিব্যজ্যোতি তার বাবার কৃষি কাজের প্রত্যক্ষদর্শী। তাই জন্মের পর থেকেই মাটি, গাছ, পশু পাখির সঙ্গে তাঁর নিবিড় সংযোগ। ছোট্ট দিব্যজ্যোতির কথোপকথন প্রকৃতির প্রতি তার আকাঙ্ক্ষা এবং পাখির প্রতি তার ভালোবাসাকে প্রতিফলিত করে।

আরও পড়ুনঃ  সাফল্যের গল্প: সারাদেশের কৃষকদের নতুন পথ দেখাচ্ছেন সুরেন্দ্র আওয়ানা,তাঁর বার্ষিক আয় ৫০ লাখ টাকার বেশি

জন্মদিনে কেক কাটার পরিবর্তে এই খুদে তাঁর খামারে গাছ লাগিয়ে  এই দিনটি উদযাপন করে। এই এক রত্তির কথা আর কাণ্ড কারখানা শুনলে আপনিও চমকে যাবেন। কেক কাটার পরিবর্তে গাছ লাগানোর এই পরিকল্পনার কথা জিজ্ঞেস করলে তাঁর উত্তর “ আপনি যদি ৩০০ টাকায় কেক কিনে খান তাহলে একদিনেই শেষ হয়ে যাবে। কিন্তু আমরা যদি একটি ফলের গাছ লাগাতে পারি, তাহলে তার ফল আমরা দীর্ঘদিন খেতে পারি। আকাশের পাখিরা গাছে তাদের বাসা বাঁধবে।“

আরও পড়ুনঃ  গরু পালন থেকে বছরে লক্ষাধিক আয়, এই সাফল্যের গল্প মুগ্ধ করবে আপনাকে

এই বয়সে এত স্বচ্ছ এবং উদার ধারণার উৎস কি? কীভাবে জানল এত সুন্দর সুন্দর কথা জানতে চাইলে এই এক রত্তির উত্তর, “ “আমি ছোটবেলা থেকেই বাবাকে অনুসরণ করে আসছি। এভাবেই বাবার কাছ থেকে শিখেছি।“

দিব্যজ্যোতির বাবা ধনিরাম চেটিয়া মনে করেন, দিব্যজ্যোতির বড় হয়ে কৃষি কর্মকর্তা বা কৃষি বিজ্ঞানী হওয়া উচিত। কিন্তু এই ক্ষুদে এখনও সিদ্ধান্ত নেয়নি যে সে বড় হয়ে কী হবে। তবে বাবার স্বপ্ন পূরণের চেষ্টা করবে সে । পাশাপাশি সেনাবাহিনিতে যোগ দেওয়ার ইচ্ছে আছে এই এক রত্তির।

English Summary: You will also be surprised to hear this little boy knowledge about agriculture
Published on: 10 May 2024, 03:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)