রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 22 July, 2020 10:59 AM IST

পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে অম্ল মাটির প্রকৃতি লক্ষ্য করা যায়। মাটির পি এইচ ৬.৫ এর কম হলে তাকে অম্ঘ বলে গন্য করা হয় ও মাটি শোধনের জন্য চুন বা ডলোমাইট প্রয়োগ করা হয়। আমাদের রাজ্যের উত্তরে ডুয়ার্সেও যেমন অম্ল মাটি আছে আবার সমতলে নিবিড় চাষ ও দীর্ঘদিন অতিরিক্ত নিবিড়তায় সবজি সহ চাষে অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগেও অম্লত্ব এখন চাষে এক প্রধান সমস্যা। এসব ক্ষেত্রে জমি শোধনে চুন প্রয়োগ করা আশু প্রয়োজন।

চুন বা চুনজাতীয় পদার্থ প্রয়োগের সুপারিশমাত্রা নিম্নরূপ –

(১) বেলে বা বেলে দোঁয়াশ মাটিতে –

  • চুনাপাথর বা সুটিং ১০ কুইন্টাল প্রতি একরে।
  • বেসিক স্ল্যাগ বা গুঁড়ো চুন ৫ কুইন্টাল প্রতি একরে।

(২) দোঁয়াশ থেকে পলি দোঁয়াশ মাটিতে –

  • চুনাপাথর বা সুটিং ২০ কুইন্টাল প্রতি একরে।
  • বেসিক স্ল্যাগ বা গুঁড়ো চুন ১০ কুইন্টাল প্রতি একরে।

(৩) কাদা বা কাদা দোঁয়াশ মাটিতে –

  • চুনাপাথর বা সুটিং ৩০ কুইন্টাল প্রতি একরে।
  • বেসিক স্ল্যাগ বা গুঁড়ো চুন ১৫ কুইন্টাল প্রতি একরে।

রুনা নাথ,

তথ্য সহায়তায় - ড: শুভদীপ নাথ।

English Summary: acidic soil treatment
Published on: 25 July 2018, 02:12 IST