'রাক্ষুসে মাছ'-বিপদ কোথায়? 'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে কাঁচা আম খেলে হিট স্ট্রোক প্রতিরোধ হবে এবং এই সমস্যাগুলো দূর হবে!
Updated on: 5 February, 2022 12:59 PM IST
ধান চাষ

ধান চাষে সার একটি অত্যাবশকীয় বস্তু। সার ছাড়া ফসলের উৎপাদন বৃদ্ধি অসম্ভব হয়ে পড়ে। এমনকী ধান চাষে সারের সুষম, পরিমিত, সময়মত ও নিয়মমাফিক ব্যবহারও অতীব গুরুত্বপূর্ণ।ধান চাষে গুটি ইউরিয়া ব্যবহার করে সুষম মাত্রায় জমিতে সার ব্যবহার নিশ্চিত করা যায়।জেনে নিন গুটি ইউরিয়ার সঠিক ব্যবহার।

গুটি ইউরিয়া

বাজারে পাওয়া সাধারণ ইউরিয়া থেকে ব্রিকেট মেশিনের সাহায্যে গুটি ইউরিয়া তৈরি করা হয়। বর্তমানে তিন ধরনের গুটি ইউরিয়া তৈরি করা হয়।

০.৯ গ্রাম ওজনের ইউরিয়ার ৩টি গুটি ইউরিয়া বোরো ধান এবং ২টি গুটি ইউরিয়া আউশ-আমন ধানের চার গোছার মধ্যবর্তী স্থানে পুঁতে দিতে হয়।

১.৮ গ্রাম ওজনের ইউরিয়ার ১টি গুটি আউশ-আমন ধানের চার গোছার মধ্যবর্তী স্থানে পুঁতে দিতে হয়।

২.৭ গ্রাম ওজনের ইউরিয়ার ১টি গুটি বোরো ধানের চারা গোছার মধ্যবর্তী স্থানে পুঁতে দিতে হয়।

আরও পড়ুনঃ ধনেপাতা চাষ করুন, সহজ পদ্ধতি শিখে নিন

প্রয়োগ পদ্ধতি ও পরিমাণ

গুটি ইউরিয়া প্রয়োগের জন্য ধানের চারা সারি করে লাগাতে হবে। সারি থেকে সারির এবং গোছা থেকে গোছার দূরত্ব হবে ৮ ইঞ্চি। ধানের চারা লাগানোর ৭-১০ দিনের মধ্যে গুটি ইউরিয়া প্রয়োগ করতে হবে। এ সময় জমিতে ১ ইঞ্চি জল থাকতে হবে। প্রতি চার গোছার মাঝখানে ৩-৪ ইঞ্চি কাদার গভীরে গুটি পুঁতে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন গুটি প্রযোগকৃত স্থানে পা না পড়ে। ড্রাম সিডার অথবা বপন পদ্ধতিতে চাষ করা হলে প্রতি ১৫ ইঞ্চি দূরত্বে গুটি প্রয়োগ করতে হবে। গুটি প্রয়োগের পর জমিতে সব সময় প্রয়োজনীয় জল রাখতে হবে যেন জমি শুকিয়ে না যায়। বেলে বা বেলে-দোআঁশ মাটিতে গুটি ইউরিয়া প্রয়োগ করা উচিত নয়।

আরও পড়ুনঃ ফেব্রুয়ারি মাসে কৃষিকাজে এই বিষয়গুলো মাথায় রাখুন, ফসলের উৎপাদন বাড়বে

গুটি ইউরিয়া কেন লাভজনক

  • গাছে নাইট্রোজেন প্রাপ্তি দীর্ঘায়িত হয় এবং বহুলাংশে বৃদ্ধি পায়।

  • ইউরিয়া কম লাগে।

  • ফলন ও কৃষকের আয় বাড়ে।

  • জমি উন্নত হয়।

পরিবেশের উপর প্রভাব

পরিবশে দূষণমুক্ত থাকে কারণ গ্যাস আকারে নাইট্রোজেন বাতাসে মিশতে পারে না।
জলের সাথে ইউরিয়া মিশে যায় না, বিধায় জল কম দূষিত হয়।

English Summary: Are you using urea fertilizer in the land? There may be extreme damage, find out the correct use
Published on: 05 February 2022, 12:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)