রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 25 July, 2020 12:15 PM IST

সমন্বিত সার প্রয়োগ পদ্ধতিতে (Integrated Nutrient Management) জীবানুসারের ব‍্যবহার অনুমোদিত।

মাটিতে গাছের খাদ‍্যের সরবরাহে জীবানুর অবদান অনেক। যেমন নাইট্রোজেন বন্ধনকারী জীবাণু, ফসফরাস দ্রবনকারী জীবাণু ইত‍্যাদি।

তেমনি পটাস দ্রবনকারী জীবাণু( K solubilsing bacteria) আজকাল চাষীদের কাছে অত‍্যন্ত পরিচিত।

ব‍্যসিলাস মিউসিলজেনসাস , ফ‍্যাচুরিয়া অরান্সিয়া ইত‍্যাদি জীবাণু কাদাকণার (clay particle)মধ‍্যে জমে থাকা অপ্রাপ‍্য  ( non exchangeable ) পটাসকে দ্রবীভূত করে গাছের কাছে পৌঁছে দেয়। এতে গাছের বৃদ্ধি বাড়ে, দানা পুষ্ট হয়।

FCO-তে পটাস দ্রবনকারী জীবাণুর গুনমানতার নির্দিষ্ট কি কি উপাদান থাকা দরকার, তা বলা হয়েছে। নিয়মানুযায়ী, পটাস জীবাণুর CFU( colony forming unit) প্রতি গ্রাম carrier-এ কমপক্ষে  এককোটি থাকা দরকার।

পরিতোষ  ভট‍্যাচার্য

English Summary: Bio fertilizer
Published on: 26 March 2018, 10:22 IST