Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 27 June, 2022 2:14 PM IST
বোরো ধান

বোরো ধানের দারুন ফলন হয়েছে বাংলাদেশের কাপ্তাই উপজেলায়। লক্ষ্যমাত্রার চেয়ে বেশী ধান উৎপাদন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। ফলে ব্যস্ততা বেড়েছে কৃষকদের। চলতি মরশুমে কাপ্তাই উপজেলা রাইখালী এবং চিৎমরম ইউনিয়নে সবচেয়ে বেশী ধানের ফলন হয়েছে।

কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রিফিউজি পাড়া, বড়খোলা পাড়ায় এবং চিৎমরম ইউনিয়নের আমতলী পাড়ায় সরজমিনে গিয়ে দেখা যায়, ধানের ব্যাপক সমারোহে ভরপুর সবুজ প্রান্তর। জমিতে জমিতে ধানের গন্ধে মৌ মৌ করছে চারপাশ। কৃষকরা ব্যস্ত ধান কাটায়। তবে গত বছরের মতো এই বছরও কৃষকরা ধান কাটার শ্রমিক সংকটে ভুগছেন বলে কৃষক উথোয়াই মং মারমা এবং কৃষক ইসমাইল হোসেন জানান।

আরও পড়ুনঃ PT Usha Birthday Special: পিটি ঊষা সম্পর্কে এই আকর্ষণীয় জিনিসগুলি আপনি হয়তো জানেন না

কাপ্তাই উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসূদন দে বাংলাদেশের এক সংবাদপত্রকে জানান, এই বছর কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় ৩২৬ হেক্টর জমিতে বোরো ধানের ব্যাপক ফলন হয়েছে। যার মধ্যে উফসী জাতের ব্রিধান-২৮ - ১৫০ হেক্টর, ব্রিধান-২৯ -৭৫ হেক্টর, ব্রিধান-৭৪ - ৮৯ হেক্টর, ব্রিধান - ৮৯- ৮০হেক্টর, ব্রিধান - ৯২- ৬০হেক্টর, হাইব্রিড জাতের হিরা - ৩ হেক্টর, এসএল ৮ এইস- ৬ হেক্টর, এসিআই ১- ৩৫ হেক্টর, হেক্টর সহ সর্বোমোট ৩২৬ হেক্টর জমিতে বোরো ধানের ফলন হয়েছে। এই বছরের কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ছিল ৯৬০ মেট্রিকটন। তবে এই লক্ষ্যমাত্রা ছেড়ে যেতে পারে বলে কৃষি বিভাগ জানিয়েছেন।

আরও পড়ুনঃ রেকর্ড করলো পদ্মা সেতু, প্রথম দিনে আয় ২ কোটি ৯ লাখ

ইতিমধ্যে উপজেলার প্রত্যেকটি ইউনিটে ধান কাটা শুরু হয়ে গেছে। এইবার ধানের ব্যাপক ফলন হওয়ায় কৃষকেরা আশানুরূপ ফলন গোলায় তুলতে পারবে বলে মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি কর্মকর্তা অংছাই মং চৌধুরী এবং অনিমেষ প্রকাশ বড়ুয়া আশাবাদ ব্যক্ত করেছেন।

English Summary: Boro paddy yield bumper, wide smile on farmer's face
Published on: 27 June 2022, 02:14 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)