এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 24 April, 2020 2:11 AM IST

করোনায় গরীব কৃষকদের দৈনন্দিন জীবনযাত্রা যাতে ব্যহত না হয়, তার জন্য এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনা ২০২০৷ এই যোজনায় আর্থিক সুবিধা পেতে পারেন কৃষকেরা৷ কিন্তু কারা কারা এই সুবিধা পেতে পারেন, তা অনলাইনে দেখতে পারেন নিজেরাই৷ কীভাবে? রইল কয়েকটি সহজ পন্থা-করোনা ভাইরাস সংক্রমণের চেন ভাঙতে দেশজুড়ে চলছে লকডাউন৷ এই লকডাউনে সবথেকে বেশী ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষক ও শ্রমিকরা। তাদের পাশে দাঁড়াতে মোদী সরকারের নয়া উদ্যোগ৷ অর্থমন্ত্রকের মতে, ২ কোটি ৮২ লক্ষ বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ১০,০২৫ কোটি টাকা দেওয়া হয়েছে৷  

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি- এই যোজনার ভিত্তিতে ৮ কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ১৬,১৪৬ কোটি টাকা পাঠানো হয়েছে বলে জানা গেছে৷ উল্লেখ্য, এই যোজনার ভিত্তিতে প্রতি বছর সরকার কৃষকদের, ২০০০ টাকা করে তিনটি কিস্তিতে ৬০০০ টাকা প্রদান করে৷ পাশাপাশি সরকার, ১০ লক্ষেরও বেশি কর্মচারীর ইপিএফ অ্যাকাউন্টে ১৬২ কোটি টাকা দিয়েছেবলেও জানা গিয়েছে৷  

প্রসঙ্গত, পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের জন্য সরকারি ওয়েবসাইট www.pmkisan.gov.in       এ নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে৷ আপনি আবেদন করে থাকলে, বছরে ৬০০০টাকা সুবিধা পাওয়ার তালিকায় আপনার নাম রয়েছে কি না, তা চেক করে নিতে হবে৷ যারা যারা এই সুবিধা পেতে পারেন, তাদের পরিচয় থেকে শুরু করে বিস্তারিত সকল তথ্য এখানে দেওয়া রয়েছে৷  

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গত ২৬ মার্চ ১.৭ লক্ষ টাকার কল্যাণকারী প্যাকেজের কথা ঘোষণা করেছিলেন, যাতে বর্তমানে সঙ্কটজনক পরিস্থিতিতে দরিদ্র কৃষকদের কিছুটা সুবিধা দেওয়া যেতে পারে৷ প্রসঙ্গত, এই কৃষকদের জন্য প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার ভিত্তিতে আগে থেকেই ১৯.৮৬ কোটি মহিলাকে আর্থিক সাহায্য করা হয়েছে৷  

পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে আপনার নাম তালিকাভুক্ত কি

না তা অনলাইনে দেখে নিন এইভাবে- 

আপনি এই সুবিধার জন্য আবেদন করে থাকলে সরকারি ওয়েবসাইট pmkisan.gov.in -এ চেক করুন৷ জানা গেছে, আগামী মে মাসের মধ্যে সুবিধাপ্রাপ্ত কৃষকদের এই তালিকা প্রকাশ করা হবে৷ 

১) প্রথমে pmkisan.gov.in  ওয়েবসাইটে যান৷ 

২) হোম পেজের মেনু বারে ফার্মার কর্নার-এ যান৷  

৩) এখানে বেনেফিশিয়ারি লিস্ট লিঙ্কে ক্লিক করুন৷ 

৪) এরপর আপনার রাজ্য, জেলা সহ প্রয়োজনীয় তথ্যগুলি দিন৷ 

৫) এরপর গেট রিপোর্টে ক্লিক করুন এবং সম্পূর্ণ তালিকাটি পেয়ে যান৷  

নিম্নে লিঙ্কটি প্রদান করা হল- 

https://pmkisan.gov.in/

যদি আপনার আবেদন কোনও ডকুমেন্টের (আধার, মোবাইল নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট) জন্য আটকে রয়েছে, তাহলে তা আপনি অনলাইনেও আপলোড করতে পারবেন৷ নির্দিষ্ট এই সাইটে গিয়ে আপনি দেখে নিতে পারবেন আপনার প্রদত্ত তথ্য সঠিক রয়েছে কিনা৷  

উল্লেখ্য, pmkisan.gov.in এই লিঙ্কের মাধ্যমে আপনি গুগল স্টোরে গিয়ে এর মোবাইল অ্যাপ ডাউনলোড করতে পারবেন৷ নতুন অর্থবর্ষে নয়া তালিকা প্রকাশ করা হবে জানা গিয়েছে৷ তার আগে কৃষকেরা তাদের নাম তালিকাভুক্ত করা বা প্রদত্ত তথ্য সঠিক কিনা তা দেখে নেওয়ার কাজটি সম্পূর্ণ করতে পারবেন৷  

পিএম সম্মান নিধি যোজনার ভিত্তিতে এপ্রিল/মে ২০২০-তে কৃষকদের অ্যাকাউন্টে এক কিস্তির টাকা জমা পড়বে৷ যাতে কৃষিকাজে ব্যাঘাত না ঘটে তার জন্য কিস্তিতে টাকা দেওয়া হবে৷ মোবাইল অ্যাপের মাধ্যমেও কাজটি সহজে করতে পারবেন কৃষকেরা৷ কোন পর্যায়ে রয়েছে সমগ্র বিষয়টি সেটিও তারা নিজেরাই এখানে দেখে নিতে পারবেন৷ সেই সঙ্গে কোনও ভুল ত্রুটি থাকলে সংশোধন করে নিতে পারবেন অনলাইনে৷  

এছাড়াও কৃষকদের সুবিধার্থে কিছুদিন আগেই কিষাণ রথ অ্যাপ প্রচলন করা হয়েছে৷ এই কিষাণ রথ মোবাইল অ্যাপের এর সাহায্যে পরিবহণের ক্ষেত্রে ৫ লক্ষ ট্রাক এবং ২০,০০০ ট্রাক্টরের পরিবহণ সংক্রান্ত সুযোগ পাওয়া যাবে অনলাইনে৷ কৃষিজ দ্রব্য এবং পণ্য পরিবহণের ক্ষেত্রে কৃষক এবং ব্যবসায়ীরা খুব সহজেই ব্যবহার করতে পারবেন এটি৷  

এই নতুন মোবাইল অ্যাপের সাহায্যে বিভিন্ন ধরণের পরিবহণ সংক্রান্ত সুবিধা পাওয়া যাবে৷ প্রাথমিক ক্ষেত্রে কৃষক বা ব্যবসায়ীরা তাদের পণ্য স্থানীয় এলাকা থেকে আড়ত, মজুতঘরে পৌঁছে দিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে৷ দ্বিতীয়ত, এই কিষাণ অ্যাপের সাহায্যেই পুনরায়এই সব স্থান থেকে কৃষিজ পণ্য ছড়িয়ে পড়বে অন্যত্র৷ রেফ্রিজেটরের সুবিধাও রয়েছে পণ্য পরিবহণের ক্ষেত্রে৷ হিন্দি ভাষার ব্যবহার এই অ্যাপে রাখা হয়েছে যাতে সহজে তা কৃষক এবং ব্যবসায়ীদের বুঝতে সুবিধা হয়৷  

তাই শুধু কৃষিকাজের সুবিধাই নয়, শস্য পণ্যও এভাবে পরিবহণের সুযোগ পাবেন কৃষকেরা মোবাইল অ্যাপের মাধ্যমেই৷ 

English Summary: Check your name online in new list of PM Kisan Samman Nidhi Yojana 2020
Published on: 24 April 2020, 02:11 IST