'রাক্ষুসে মাছ'-বিপদ কোথায়? 'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে কাঁচা আম খেলে হিট স্ট্রোক প্রতিরোধ হবে এবং এই সমস্যাগুলো দূর হবে!
Updated on: 24 April, 2020 2:11 AM IST

করোনায় গরীব কৃষকদের দৈনন্দিন জীবনযাত্রা যাতে ব্যহত না হয়, তার জন্য এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনা ২০২০৷ এই যোজনায় আর্থিক সুবিধা পেতে পারেন কৃষকেরা৷ কিন্তু কারা কারা এই সুবিধা পেতে পারেন, তা অনলাইনে দেখতে পারেন নিজেরাই৷ কীভাবে? রইল কয়েকটি সহজ পন্থা-করোনা ভাইরাস সংক্রমণের চেন ভাঙতে দেশজুড়ে চলছে লকডাউন৷ এই লকডাউনে সবথেকে বেশী ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষক ও শ্রমিকরা। তাদের পাশে দাঁড়াতে মোদী সরকারের নয়া উদ্যোগ৷ অর্থমন্ত্রকের মতে, ২ কোটি ৮২ লক্ষ বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ১০,০২৫ কোটি টাকা দেওয়া হয়েছে৷  

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি- এই যোজনার ভিত্তিতে ৮ কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ১৬,১৪৬ কোটি টাকা পাঠানো হয়েছে বলে জানা গেছে৷ উল্লেখ্য, এই যোজনার ভিত্তিতে প্রতি বছর সরকার কৃষকদের, ২০০০ টাকা করে তিনটি কিস্তিতে ৬০০০ টাকা প্রদান করে৷ পাশাপাশি সরকার, ১০ লক্ষেরও বেশি কর্মচারীর ইপিএফ অ্যাকাউন্টে ১৬২ কোটি টাকা দিয়েছেবলেও জানা গিয়েছে৷  

প্রসঙ্গত, পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের জন্য সরকারি ওয়েবসাইট www.pmkisan.gov.in       এ নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে৷ আপনি আবেদন করে থাকলে, বছরে ৬০০০টাকা সুবিধা পাওয়ার তালিকায় আপনার নাম রয়েছে কি না, তা চেক করে নিতে হবে৷ যারা যারা এই সুবিধা পেতে পারেন, তাদের পরিচয় থেকে শুরু করে বিস্তারিত সকল তথ্য এখানে দেওয়া রয়েছে৷  

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গত ২৬ মার্চ ১.৭ লক্ষ টাকার কল্যাণকারী প্যাকেজের কথা ঘোষণা করেছিলেন, যাতে বর্তমানে সঙ্কটজনক পরিস্থিতিতে দরিদ্র কৃষকদের কিছুটা সুবিধা দেওয়া যেতে পারে৷ প্রসঙ্গত, এই কৃষকদের জন্য প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার ভিত্তিতে আগে থেকেই ১৯.৮৬ কোটি মহিলাকে আর্থিক সাহায্য করা হয়েছে৷  

পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে আপনার নাম তালিকাভুক্ত কি

না তা অনলাইনে দেখে নিন এইভাবে- 

আপনি এই সুবিধার জন্য আবেদন করে থাকলে সরকারি ওয়েবসাইট pmkisan.gov.in -এ চেক করুন৷ জানা গেছে, আগামী মে মাসের মধ্যে সুবিধাপ্রাপ্ত কৃষকদের এই তালিকা প্রকাশ করা হবে৷ 

১) প্রথমে pmkisan.gov.in  ওয়েবসাইটে যান৷ 

২) হোম পেজের মেনু বারে ফার্মার কর্নার-এ যান৷  

৩) এখানে বেনেফিশিয়ারি লিস্ট লিঙ্কে ক্লিক করুন৷ 

৪) এরপর আপনার রাজ্য, জেলা সহ প্রয়োজনীয় তথ্যগুলি দিন৷ 

৫) এরপর গেট রিপোর্টে ক্লিক করুন এবং সম্পূর্ণ তালিকাটি পেয়ে যান৷  

নিম্নে লিঙ্কটি প্রদান করা হল- 

https://pmkisan.gov.in/

যদি আপনার আবেদন কোনও ডকুমেন্টের (আধার, মোবাইল নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট) জন্য আটকে রয়েছে, তাহলে তা আপনি অনলাইনেও আপলোড করতে পারবেন৷ নির্দিষ্ট এই সাইটে গিয়ে আপনি দেখে নিতে পারবেন আপনার প্রদত্ত তথ্য সঠিক রয়েছে কিনা৷  

উল্লেখ্য, pmkisan.gov.in এই লিঙ্কের মাধ্যমে আপনি গুগল স্টোরে গিয়ে এর মোবাইল অ্যাপ ডাউনলোড করতে পারবেন৷ নতুন অর্থবর্ষে নয়া তালিকা প্রকাশ করা হবে জানা গিয়েছে৷ তার আগে কৃষকেরা তাদের নাম তালিকাভুক্ত করা বা প্রদত্ত তথ্য সঠিক কিনা তা দেখে নেওয়ার কাজটি সম্পূর্ণ করতে পারবেন৷  

পিএম সম্মান নিধি যোজনার ভিত্তিতে এপ্রিল/মে ২০২০-তে কৃষকদের অ্যাকাউন্টে এক কিস্তির টাকা জমা পড়বে৷ যাতে কৃষিকাজে ব্যাঘাত না ঘটে তার জন্য কিস্তিতে টাকা দেওয়া হবে৷ মোবাইল অ্যাপের মাধ্যমেও কাজটি সহজে করতে পারবেন কৃষকেরা৷ কোন পর্যায়ে রয়েছে সমগ্র বিষয়টি সেটিও তারা নিজেরাই এখানে দেখে নিতে পারবেন৷ সেই সঙ্গে কোনও ভুল ত্রুটি থাকলে সংশোধন করে নিতে পারবেন অনলাইনে৷  

এছাড়াও কৃষকদের সুবিধার্থে কিছুদিন আগেই কিষাণ রথ অ্যাপ প্রচলন করা হয়েছে৷ এই কিষাণ রথ মোবাইল অ্যাপের এর সাহায্যে পরিবহণের ক্ষেত্রে ৫ লক্ষ ট্রাক এবং ২০,০০০ ট্রাক্টরের পরিবহণ সংক্রান্ত সুযোগ পাওয়া যাবে অনলাইনে৷ কৃষিজ দ্রব্য এবং পণ্য পরিবহণের ক্ষেত্রে কৃষক এবং ব্যবসায়ীরা খুব সহজেই ব্যবহার করতে পারবেন এটি৷  

এই নতুন মোবাইল অ্যাপের সাহায্যে বিভিন্ন ধরণের পরিবহণ সংক্রান্ত সুবিধা পাওয়া যাবে৷ প্রাথমিক ক্ষেত্রে কৃষক বা ব্যবসায়ীরা তাদের পণ্য স্থানীয় এলাকা থেকে আড়ত, মজুতঘরে পৌঁছে দিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে৷ দ্বিতীয়ত, এই কিষাণ অ্যাপের সাহায্যেই পুনরায়এই সব স্থান থেকে কৃষিজ পণ্য ছড়িয়ে পড়বে অন্যত্র৷ রেফ্রিজেটরের সুবিধাও রয়েছে পণ্য পরিবহণের ক্ষেত্রে৷ হিন্দি ভাষার ব্যবহার এই অ্যাপে রাখা হয়েছে যাতে সহজে তা কৃষক এবং ব্যবসায়ীদের বুঝতে সুবিধা হয়৷  

তাই শুধু কৃষিকাজের সুবিধাই নয়, শস্য পণ্যও এভাবে পরিবহণের সুযোগ পাবেন কৃষকেরা মোবাইল অ্যাপের মাধ্যমেই৷ 

English Summary: Check your name online in new list of PM Kisan Samman Nidhi Yojana 2020
Published on: 24 April 2020, 02:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)