এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 19 June, 2023 5:09 PM IST
চাষ করুন এই জাতের লাউ! বদলে যাবে ভাগ্য

লাউ এমন একটি সবজি যার চাষ সারাবছর হয়। বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, এবং মহারাষ্ট্র সহ দেশের বিভিন্ন রাজ্যে এর চাষ হয়। আর এই সব্জির চাহিদাও রয়েছে প্রচুর। বাজারে এই সব্জির দাম ২০ থেকে ৩০ টাকার মধ্যেই হয়। আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক ইত্যাদি গুনে ভরপুর থাকে এই লাউ। এর থেকে বাম্পার লাভ করতে পারে কৃষকরা। তবে সেক্ষেত্রে রয়েছে বিশেষ কিছু জাত।

পুসা নবীন হল লাউ এর সবচেয়ে উন্নত জাত। ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউট এই জাতটি উদ্ভাবন করেছে। এই জাতটি খরিফ ও জায়েদ উভয় মৌসুমেই চাষ করা যায়। এই লাউ এর সবচেয়ে বড় গুন হল এটি দ্রুত নষ্ট হয়না। তাই এক রাজ্য থেকে অন্য রাজ্যে লাউ সরবরাহ করতে হলেও সেইভাবে সমস্যা হয়না। পুসা নবীনের ফল 40 সেমি পর্যন্ত লম্বা হয়। বীজ বপনের 55 দিন পরে, আপনি এটি থেকে লাউ তুলতে পারেন।

আরও পড়ুনঃ ঢুকছে বর্ষা! বিশেষ আপডেট IMD’ র, দিল ভারী বৃষ্টির সতর্কতা

পুসার নবীন বীজ বাজারে সহজেই পাওয়া যায়। পাশাপাশি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও এর বীজ পাওয়া যায়। এই জাতের লাউ চাষ করার ক্ষেত্রে জমিতে লাঙল দিতে হবে। পাশাপাশি জমিতে জল নিষ্কাশনের ব্যবস্থা ভালো রাখতে হবে। দোআঁশ মাটিতে এই জাতের লাউ এর চাষ ভালো হয়। এই লাউ যে কোনও আবহাওয়াতেই জন্মাতে পারে।  স্ক্যাব, ফ্রুট ফ্লাই, পাউডারি মিলডিউ এবং লাল কৃমির ইত্যাদির মত রোগে আক্রান্ত হয় লাউয়ের এই জাত। তাই এই পোকার হাত থেকে ফসল রক্ষা করার জন্য কীটনাশক ব্যবহার করতে পারেন।

আরও পড়ুনঃ  গিনি ফাউল ফার্মিং: এই পাখি থেকে ৮ থেকে ১০ লাখ টাকা আয়

English Summary: Cultivate this type of bottle gourd! Fate will change
Published on: 19 June 2023, 05:09 IST