পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 25 July, 2020 11:08 AM IST

কোমল ও মাগুরি ধানের চাল ঠান্ডা জলে আধ ঘন্টা বা গরম জলে ১০ মিনিট ভিজিয়ে রাখলেই ভাত তৈরি হয়ে যায়। মূলত চিড়ের বিকল্প হিসেবেই এই চাল ব্যবহার করা যাবে।

রাজ্য কৃষি দপ্তর সূত্রে জানা গেছে নদীয়া জেলার ফুলিয়ায় পরীক্ষামূলকভাবে জৈব পদ্ধতিতে এই ধান চাষ করে গবেষকরা সফল হয়েছেন। ফুলিয়ায় রাজ্য কৃষি গবেষণাগার ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এই ধানের বীজ আরো বাড়ানোর প্রচেষ্টা চলছে যাতে ইচ্ছুক চাষীদের হাতে কোমল ও মাগুরি ধানের বীজ তুলে দেওয়া যায়। সাধারণত ফেব্রুয়ারি-মার্চ মাস থেকে জুলাই পর্যন্ত ধান বিতরণ করা হয় ফুলিয়ার  দেশি ধান সংরক্ষণ খামারে। কোচবিহার, বীরভূম, নদীয়া , উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, বর্ধমান সহ নানা জেলায় ১৮২ জন চাষী কোমল ধান চাষ করতে শুরু করেছেন। কোমল ও মাগুরি ধানের চাষ ও বিপনন বাড়াতে গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার।

রুনা নাথ

English Summary: Cultivation of 'ready to eat' rice in W.B.
Published on: 12 April 2018, 07:05 IST