Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 1 August, 2021 1:45 PM IST
Shifting Cultivation

বিভিন্ন রকমের কৃষিকার্যের সঙ্গে মানুষ জড়িত। বিজ্ঞানের প্রযুক্তি আসার সঙ্গে সঙ্গে মানুষের জীবনে গতি বেড়েছে। কৃষিকার্যের এসেছে নয়া সম্ভাবনা। তবুও মানুষ এখনও পুরোনো কৃষিকার্যের কৌশলগুলি ভুলতে পারেনি। স্থানান্তর কৃষি। এমনই এক প্রাচীন কৌশলের চাষাবাদ পদ্ধতি যেখানে বনাঞ্চলে বসবাসকারী আদিম অধিবাসীগন কোন অঞ্চলের জঙ্গল পুড়িয়ে, জমি পরিষ্কার করে সেই জমির প্রাকৃতিক উর্বরতাকে কাজে লাগিয়ে পরপর দুই তিনবছর ফসল চাষ করার পর সেই স্থান ত্যাগ করে অপর কোন স্থানে একই পদ্ধতিতে জঙ্গল পুড়িয়ে ফসল উৎপাদন করে।  যেহেতু চাষের জমি দুই বছর পরপরই স্থানান্তর করা হয় তাই এই পদ্ধতিকে স্থানান্তর কৃষি নাম দেওয়া হয়েছে। 

এই কৃষি পদ্ধতি ভারত ছাড়াও গোটা পৃথিবী জুড়ে বহুদিন পালন হয়ে আসছে। বিভিন্ন দেশের অরণ্য এবং পার্বত্য অঞ্চলে এই স্থানান্তর কৃষি আজও লক্ষ্য করা যায়।

স্থানান্তর কৃষির বৈশিষ্ট্য (Definition)

পার্বত্য অঞ্চলের প্রতিকূল পরিবেশে দুই তিন বছর বাদে বাদে জঙ্গল পুড়িয়ে আদিম উপজাতিরা এই ভ্রাম্যমান কৃষি ব্যবস্থা গড়ে তোলে। আদিম যুগ থেকে এই কৃষি ব্যবস্থা গোটা বিশ্ব জুড়ে চালু রয়েছে। মূলত পাহাড়ি অঞ্চলেই এই স্থানান্তর কৃষি লক্ষ্য করা যায়। জনবসতি থেকে অনেকটা দূরে জঙ্গল কেটে বিক্ষিপ্ত ভাবে এই চাষাবাদ করা হয়। এই চাষাবাদে জমির কোনও পরিচর্যা করতে হয় না। মৃত্তিকার গুণাগুণকে কাজে লাগিয়ে দুই থেকে তিন বছরের জন্য বিভিন্ন খাদ্যশস্য যেমন ধান, গম, বাজরা, জোয়ার ইত্যাদির চাষ করা হয়। জমির মালিকানা কারোর একার অধিকারে থাকে না। জমির অধিকার হয় গোষ্ঠীভিত্তিক। উপজাতি অথবা আদিবাসী শ্রেণীর মানুষেরাই মূলত এই স্থানান্তর কৃষির সঙ্গে যুক্ত।

জেনে নেওয়া যাক আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের স্থানান্তর কৃষির বিবিধ নাম-

 

১. ঝুম                            অসম

২. পোনম                        কেরালা

৩. পোড়ু                         অন্ধ্রপ্রদেশ ও ওডিশা

৪. বেওয়ার                       মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়

৫. মশান                         মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়

৬. বীরা                           মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়

৭. পেস্তা                          মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়

৮. দাহিয়া                         মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়

৯. কুমারী                         পশ্চিমঘাট

১০. ওয়াতরা                      রাজস্থান (দ: পূর্ব)

স্থানান্তর কৃষি পুরোপুরি পরিবেশের উপর নিয়ন্ত্রিত। বনজঙ্গল কেটে পুড়িয়ে পাহাড়ি অঞ্চলে অবৈজ্ঞানিক প্রথায় এই চাষাবাদ হয় বলে পরিবেশে বিভিন্ন রকমের না-বাচক প্রভাব দেখা যায়।

আরও পড়ুন: Turkey Rearing: টার্কি চাষের সহজতম পদ্ধতি

স্থানান্তর কৃষির নেতিবাচক প্রভাব (Negative side of Shifting Cultivation)

১) জঙ্গল ভীষণ রকমের ক্ষতিগ্রস্থ হয় এই কৃষি ব্যবস্থায় 

২) এই বিশেষ কৃষি ব্যবস্থায় ভূমিক্ষয় ও প্রাকৃতিক দূষণ বেড়ে যায়

৩) জঙ্গল কেটে ফেলায় ভূমিক্ষয় বাড়ার সঙ্গে নদীর গভীরতা হ্রাস পায় ফলে বন্যার মতন প্রাকৃতিক দুর্যোগ লক্ষ্য করা যায়।

৪) জঙ্গল দহন করে এই কৃষিব্যবস্থা বারংবার চলে বলে জমির উর্বরতা ক্রমশ কমতে থাকে। এই কারণবশত উর্বর জমি পতিত জমিতে রূপান্তরিত হয়।

৫) স্থানান্তর কৃষিকার্যে ফসলের উৎপাদন কম হওয়ায় অতিরিক্ত ফসল বেঁচে থাকে না ফলে তা বাজারজাত করার কোনও প্রশ্নই থাকে না। বাজারে বিক্রি না করতে পারার কারণে, অতিরিক্ত অর্থাগমও ঘটে না।

আরও পড়ুন: Peace Lily Farming: ঘরের সৌন্দর্য বাড়াতে রাখুন পিস লিলির গাছ

English Summary: Effect Of Shifting Cultivation
Published on: 01 August 2021, 01:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)