আলু উৎপাদন করতে খরচ ১০ টাকা কিন্তু চাষীদের আলু বিক্রি করতে হচ্ছে মাত্র ৮ টাকায়। আর তাতেই লোকসানের মুখে পরতে হচ্ছে আলু চাষীদের। বাজারে আলু আগে আসলে বেশি লাভ হবে এ ধারনা থেকে রাজ্যে দিন দিন নতুন আলুর চাষ বাড়ছে । কিন্তু আলুর প্রত্যাশিত ফলন হলেও দাম পাচ্ছেন না আলু চাষীরা ।
চলতি মৌসুমে ২৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২০ হাজার ৫৪৫ হেক্টর লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে । এর মধ্যে প্রায় আট হাজার হেক্টর জমিতে চাষিরা স্বল্পমেয়াদি আগাম আলু চাষ করেছেন। তাঁদের মধ্যে অনেকেই সেসব আলু তুলতে শুরু করেছেন।
আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল
এক বিঘা জমিতে আলু চাষ করতে চাষীদের খরচ হয় ৩০ থেকে ৩২ হাজার টাকা । এক বিঘা জমিতে সর্বচ্চ ৭৫ মন আলু হয় । ওই হিসাবে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ পড়ে ১০ টাকার কিছুটা বেশি।
আরও পড়ুনঃ জেনে নিন কালো টমেটো চাষ করার পদ্ধতি,লাভবান হবেন অনেক
বিশেষজ্ঞদের মতে ,গত কয়েক বছরে নতুন আলু এত কম দামে বিক্রি হয়নি। এর আগের বছরেও কৃষকেরা নতুন আলুতে ভালো দাম পেয়েছিলেন। বাজারে এখনো হিমঘরে রাখা গত মৌসুমের আলু বিক্রি হচ্ছে। তাই বাজারে নতুন আলুর চাহিদা কম।