রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 13 June, 2019 12:10 PM IST
আমন ধান

চাষের নিবিড়তা বৃদ্ধির সাথে সাথে জমিতে জৈব কার্বন, নাইট্রোজেন, ফসফেট ও পটাশের অভাব হচ্ছে আবার কোন কোন অঞ্চলে মাটিতে অনুখাদ্যের ঘাটতি দেখা দিচ্ছে।  এই ঘাটতি পূরণ করতে ধান চাষে জৈব সার ও সবুজসার অবশ্যই প্রয়োগ করা প্রয়োজন এতে যেমন রাসায়নিক সারের কার্যকারীতা বাড়ে সাথে সাথে কিছু অনুখাদ্যের ঘাটতিও পূরণ হয়।

(১) জৈব সার – জমি তৈরির সময় একর প্রতি ২ টন জৈব সার ভাল করে মাটির সাথে মিশিয়ে দেওয়া প্রয়োজন।

(২) রাসায়নিক সার –

আমন ধানে রাসায়নিক সার প্রযোগের জন্য নীচের যে কোন একটি সেট একর প্রতি কেজিতে প্রয়োগ করলে চলবে।

সার

দেশী আমন

জলদি আমন

নাবি আমন

এন পি কে

২০ : ১০ : ১০

২৮ : ১২ : ১১

৩২ : ১৬ : ১৬

 

মূল সার, সেট – ১

সার (কেজি/একর)

দেশী আমন

জলদি আমন

নাবি আমন

ইউরিয়া

১১.০০

১৩.০০

১৭.৫০

সিঙ্গল সুপার ফসফেট

৬২.৫০

৭৫.০০

১০০.০০

মিউরেট অফ পটাশ

১৬.৫০

২০.০০

২৬.৫০

 

মূল সার, সেট – ২

সার(কেজি/একর)

দেশী আমন

জলদি আমন

নাবি আমন

ইউরিয়া

৩.০০

-

৪.০০

ডি. এ. পি.

২২.০০

২৬.০০

৩৪.৭৫

মিউরেট অফ পটাশ

১৬.৫০

২০.০০

২৬.০০

 

মূল সার, সেট – ৩

সার (কেজি/একর)

দেশী আমন

জলদি আমন

নাবি আমন

ইউরিয়া

২.৫০

১.৭৫

৩.৫০

ডি. এ. পি. (১৪-৩৫-১৪)

২৮.৫০

৩৪.২৫

৪৫.৭৫

মিউরেট অফ পটাশ

১০.০০

১২.০০

১৬.০০

 

প্রথম চাপান

সার (কেজি/একর)

দেশী আমন

জলদি আমন

নাবি আমন

ইউরিয়া (১৫ দিন পর)

২২.২৫

২৬.৫০

৩৫.৫০

 

দ্বিতীয় চাপান

সার (কেজি/একর)

দেশী আমন

জলদি আমন

নাবি আমন

ইউরিয়া (থোর আসার মুখে)

১১.০০

১৩.২৫

১৭.৫০

রুনা নাথ(runa@krihijagran.com)

English Summary: fartilizers-for-aman-rice-cultivatin
Published on: 13 June 2019, 12:09 IST