বর্তমান সময়ে ক্রমবর্ধমান রাজ্য গুলিতে গম চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। কারন বর্তমান সময়ে ভারতের জলবায়ু উদ্ভিদের বৃদ্ধি ও উচ্চ ফলনের জন্য অনুকূল। এমনটাই জানিয়েছে কৃষি সচিব মনোজ আহুজা। এই বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বিগত সপ্তাহ পর্যন্ত হওয়া চলমান রবি মৌসুমে ২৮৬.৫ লাখ হেক্টরে গমের ফলন ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ -কারনে সরকার মনে করছে বর্তমানে ভারতের জলবায়ু গমের ফলন বৃদ্ধির জন্য অনুকূল।
আমরা অনেকেই জানি রাষ্ট্রসঙ্ঘ আগামী নতুন বছরকে অর্থাৎ ২০২৩ সালকে আন্তর্জাতিক মিলেট ইয়ার বলে ঘোষণা করেছে। এ-কারনেই আগামীদিনে জোয়ার, রাগি ও বাজরা দিয়ে তৈরি খাবার খাওয়ার চল ফেরাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই খুশিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর গত মঙ্গলবার রাজ্যসভা ও লোকসভার সাংসদদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন। ওই দিনিই কৃষি মন্ত্রী বলেছিলেন, আগামীদিনে "গমের ফসলের সম্ভাবনা উজ্জ্বল।
আরও পড়ুনঃ কেন পালিত হয় জাতীয় কৃষক দিবস ?
কৃষি সচিব মনোজ আহুজা জানিয়েছেন গম উৎপাদিত অঞ্চলগুলি থেকে এখনও পর্যন্ত চরম তাপমাত্রার কোনও খবর পাওয়া যায়নি। তবে ২০২১-২২ শস্য বছরে, গম উৎপাদক কিছু রাজ্যে তাপপ্রবাহের কারণে ফলন আগের বছরের তুলনায় অনেকটা কম। রিপোর্ট অনুযায়ী ১০৯.৫৯ মিলিয়ন টন থেকে ১০৬.৮৪ মিলিয়ন টনে নেমে এসেছে। বেসরকারি দফতর গুলি গম ক্রয়ের ফলে, রাষ্ট্রীয় মালিকানাধীন এফসিআই দ্বারা গম সংগ্রহ ২০২২-২৩ বিপণন বছরে ৪৩৪.৪৪ লাখ টন থেকে ১৮৭.৯২ লাখ টনে নেমে এসেছে।