পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 19 July, 2020 10:22 AM IST

1) বহুমুখ বিশিষ্ট ফ্ল্যাট ফ্যান নজল স্প্রে করার জন্য ব্যবহার করতে হবে। একটি নজলের সাথে (যেখানে বহুমুখ বিশিষ্ট নজল পাওয়া সম্ভব নয়) কাটা ধরনের নজল ব্যবহার করতে হবে।

2) জমিতে গজানো আগাছার প্রকারভেদ অনুসারে সঠিক আগাছানিশক সঠিক মাত্রায় এবং সঠিক সময়ে প্রয়োগ করতে হবে।

3) যাতে কোন একটি নির্দিষ্ট আগাছানাশের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আগাছা জাতি গড়ে উঠতে না পারে সেজন্য ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন প্রকারের আগাছানাশক ব্যবহার করতে হবে।

4) ফসলের বীজ বোনার পরে কিন্তু আগাছা জন্মানোর আগে মাটিতে পর্যাপ্ত রস থাকাকালীন অবস্থায় আগাছানাশক স্প্রে করতে হবে 

- রুনা নাথ 

English Summary: herbicide spray technique
Published on: 20 July 2018, 10:33 IST