সবুজ পাতার ফাঁকে সোনালি রঙের আমের মুকুল। থোকা থোকা আমের মুকুলে চোখ জুড়িয়ে যায় সকলের। মৌ মৌ মুকুলের ঘ্রাণ স্বপ্ন দেখাচ্ছে আম চাষিদের। মৌমাছির পাল গুণগুণ শব্দে ভিড় জমিয়েছে গাছজুড়ে । পাখিরা যেন মনের আনন্দে আমের মুকুলে গিয়ে বসছে। এমন দৃশ্যে এখন বিভিন্ন বাড়ি বা বাগানে প্রায়ই দেখা যায়। চাষিরা বলছেন এবার মুকুল এসেছে আগাম। এটা ভালো লক্ষণ। চলতি অনুকূল আবহাওয়ায় মুকুল নষ্ট হবার সম্ভাবনা কম।
এ দৃশ্য কাছে টানে সবাইকে। কেননা, দুরন্ত শৈশবে কাঁচা-পাকা আম পাড়ার আনন্দ অনেকের স্মৃতিতে উজ্জ্বল। একই সঙ্গে লেবু, লিচু ও কাঁঠাল গাছেও উঁকি দিচ্ছে নানা রঙের মুকুল। যেন প্রকৃতিরখেয়ালে আবহমান গ্রামবাংলায় ধারণ করেছে নতুন রূপ।
আরও পড়ুনঃ চন্দন গাছ চাষ করে আপনি সহজেই ১ কোটি টাকা আয় করতে পারবেন
গত বছরের তুলনায় এ বছর প্রতিটি আমগাছে আশানুরূপ মুকুল এসেছে। ইতোমধ্যে আম গাছগুলোতে ওষুধ প্রয়োগসহ নানামুখী পরিচর্যা গ্রহণ করছেন আম চাষীরা । আবহাওয়া অনকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন তারা।
এখন আম বাগানের সারি সারি গাছে শোভা পাচ্ছে কেবলই মুকুল আর মুকুল। এ যেন হলুদ আর সবুজের মহামিলন। মুকুলে ছেয়ে আছে প্রতিটি গাছের ডালপালা।
কিছুদিন আগে থেকেই বাগানের আম গাছগুলোতে মুকুল আসতে শুরু করেছে। বেশির ভাগ গাছেই মুকুল এসে গেছে।
মুকুল আসার পর থেকেই চাষিরা গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করেছেন। রোগ বালাইয়ের আক্রমণ থেকে মুকুলকে রক্ষা করতে চাষীরা স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ ও কীটনাশক প্রয়োগ করছেন বলেও জানান তিনি।
আরও পড়ুনঃ ভিয়েতনাম থেকে আসছে লাল কাঁঠাল,চাহিদা বাড়ছে ধীরে ধীরে, আজই শিখে নিন চাষ পদ্ধতি
এবারের আবহাওয়া আম চাষের জন্য এখন পর্যন্ত বেশ ভালো, যা আমের বাম্পার ফলনের জন্য উপযোগী। ইতোমধ্যে আম বাগানে মুকুল হতে গুটি আসা শুরু হয়েছে। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে রয়েছে।