৫৫ টাকা জমা দিলে কৃষকরা পাবেন ৩০০০ টাকা পেনশন, জেনে নিন প্রকল্পের খুঁটিনাটি বাড়ছে লাম্পি ভাইরাসের প্রভাব, ১৬ রাজ্যে জারি করা হল সর্তকতা 'রাক্ষুসে মাছ'-বিপদ কোথায়?
Updated on: 24 July, 2020 11:31 AM IST

ক্রাইজাফ (Central Research Institute for Jute and Allied Fibres ) উদ্ভাবিত পাট পচানোর জীবাণু মিশ্রণ 'ক্রিজাফ সোনা' ব্যবহার করে চাষিরা বদ্ধ জলাশয়ে পাট পচিয়েও উচ্চ গুনমানের সোনালি,  উজ্জ্বল ও শক্ত আঁশ পাচ্ছেন। গত কয়েক বছর পশ্চিম বঙ্গ, আসাম , বিহার ও উত্তরপ্রদেশের কয়েকটি জেলায় এই জীবাণুর মিশ্রণের ব্যবহারে পাট চাষিরা উপকৃত হয়েছেন।

ভারতের 90% পাট চাষিরা একই জলাশয়ে নতুন জল না দিয়ে বার বার পাট জাঁক দেবার ফলে নিম্ন মানের পাটের আঁশ তৈরি হয়। এই সমস্যা থেকে মুক্তির জন্য ক্রিজাফ এই জীবাণু মিশ্রণ ব্যবহারের সুপারিশ করেছে। এই পদ্ধতিতে পাট পচালে জলাশয়ের জল প্রচলিত পদ্ধতির তুলনায় অনেক পরিষ্কার থাকে ও একই জলে ২-৩ বার পাট পচানো হয়।

এই পদ্ধতিতে পাতা ঝরা পাটের আঁটিগুলি জলের উপর সাজানো হয় ও জীবাণু পাউডার ছড়িয়ে দেওয়া হয়। তার উপর আবার একটি স্তরে পাটের আটি সাজিয়ে জীবাণু পাউডার ছড়িয়ে দেওয়া হয়। এই ভাবে ৩টি স্তর তৈরি করা হয়। এর উপর ভিজে মাটি ভর্তি বস্তা চাপা দেওয়া হয় যাতে পাটগুলি জলে ডুবে থাকে।

English Summary: `New Jute repping technique or CRIJAF
Published on: 11 June 2018, 08:33 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)