এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 24 June, 2022 2:10 PM IST

সুইট লেমন সাইট্রাস জাতীয় একটি নতুন ফল যা বিভিন্ন জায়গায় স্বল্প পরিসরে ৩-৪ বছর ধরে চাষ করা হচ্ছেএটি একটি বনসাই জাতীয় গাছএর বৈজ্ঞানিক নাম হলো- Citrus limetta. গাছটি লম্বায় প্রায় ২-২.৫ ফুট এবং খানিকটা ঝপালো হয়ে থাকেবর্তমানে অনেকেই ছাদ বাগান করে থাকেছাদ বাগানে লাগানোর জন্য সুইট লেমন খুবই উপযুক্ত একটি গাছ 

এবার আসা যাক সুইট লেমন গাছের কিছু বিশেষ বৈশিষ্ট্যেসুইট লেমন গাছে সারা বছর থোকায় থোকায় ফল ধরে থাকেএকটি গাছে প্রায় ২০০-২৫০ টি ফল ধরে থাকেদুই বছর বয়সের একটি গাছ থেকে প্রায় ৫-৬ কেজি ফল পাওয়া যায়গাছটির ফল ধারণ ক্ষমতা অনেক বেশিগাছের বয়স বৃদ্ধির সাথে সাথে ফলও বেশি ধরবেঅর্থাগাছে পাতার থেকে ফলই বেশি ধরেএটি দেখতে লেবুর মতোইতবে এটি মিষ্টি লেবুকাঁচা অবস্থায় এটি সবুজ বর্ণের হয়ে থাকে এবং পাকলে হলুদ হয়ে যায়একেবারে মাল্টার কালারের মতোএই লেবুতে এসিডের পরিমাণ কম থাকে 

সুইট লেমনের ব্যবহার

যেহেতু এটি নতুন ফল, তাই অনেকেরই কি কাজে সুইট লেমন ব্যবহার করবো এটি জানা নাও থাকতে পারেআসুন আমরা তা জেনে নেই- 

সুইট লেমনের সবচেয়ে বেশি ভালো লাগে এর খোসা বা বাকল খেতেতবে ভিতরের অংশটাও খায়ভিতরের অংশটার স্বাদ হালকা টক মাল্টা বা কমলার মতো অনেকটাএছাড়াও অনেক সময় অতিরিক্ত খাবার খেলে Soft Drinks এর alternative হিসেবে কাজ করে এটিএটি ত্বকের সৌন্দয্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেএই ফল ডায়াবেটিক রোগীদের জন্য উপকারীনিয়মিতফলের জুস খেলে সঠিকভাবে শরীরে রক্ত সঞ্চালন হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেএই ফল খেলে বমি বমি ভাব দূর হয় এবং হজমে সহায়তা করেএছাড়াও এটি ওজন কমাতেও কার্যকরী ভূমিকা পালন করে

আরও পড়ুনঃ লঙ্কা চাষে ভালো ফলন পেতে মাথায় রাখুন এই বিষয় গুলি

টবে সুইট লেমন চাষ

আপনি যখন টবে সুইট লেমন চাষ করবেন তখন কয়েকটি জিনিস আপনার মনে রাখা উচৎ। পাত্রে লেবু গাছ লাগানোর সময় লেবু গাছগুলিতে ভাল নিষ্কাশন প্রয়োজন হবে, তাই পাত্রের পানি বের হবার ছিদ্র রয়েছে কিনা তা নিশ্চিত করুনলেবু গাছের নিয়মিত পানি প্রয়োজন হবে, টবের মাটি শুকিয়ে গেলে লেবু গাছের পাতা ঝরে যাবে 
মাটি তৈরির জন্যভাগ মাটি, ১ ভাগ কোকোপেটভাগ জৈবসার এর সাথে ১৬-১৮ ইঞ্চ টবের জন্যমুঠো সরিষার খৈল ও ১ মুঠ নিম খৈল ও ১ চামচ পটাশ একসাথে ভাল করে মিশিয়ে নিয়ে ১৫-২০ দিন রেখে দিতে হবে 

আরও পড়ুনঃ বর্ষায় ভালো ফলন পেতে এই সবজি চাষ করুন

সুইট লেমন গাছে প্রচুর সূর্যের আলো প্রয়োজন, তাই আপনার গাছে নিয়মিত রোদ্র লাগে এমন জায়গায় রাখুন রাখুন। 
টবে একটি স্বাস্থ্যকর সুইট লেমন গাছের জন্য সার গুরুত্বপূর্ণ চাবি। আপনার লেবুর গাছটি যেন নিয়মিত পুষ্টি পায় তা নিশ্চিত করতে রুটিন অনুযায়ি সার প্রয়োগ করুন। টবে লেবু গাছে বছরে কমপক্ষে ৩ বার (মার্চ,আগস্ট এবং অক্টোবর) সার প্রয়োগ করতে হয়। ১৬-১৮ ইঞ্চি টবের জন্য ১ মুঠো সরিষার খৈল, ২ চামট হাড়ের গুড়ো ও ১ চামচ পটাশ এক সাথে মিশিয়ে নিয়ে এর থেকে ৩ চামচ করে প্রয়োগ করুন। 

অন্যান্য পরিচর্যা

 গাছ লাগানোর ৪/৫ মাস পর থেকে নিয়মিত ২০-২৫ দিন অন্তর অন্তর সরিষার খৈল পচা পানি প্রয়োগ করতে হবে । এ কাজের উপরই ছাদের গাছের ফলন অনেকাংশে নির্ভর করছে । সরিষার খৈল ১৫ দিন পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর সেই পচা খৈলের পানি পাতলা করে গাছের গোড়ায় দিতে হবে । ২ বছর পর টবের আংশিক মাটি পরিবর্তন করে দিতে হবে । ২ ইঞ্চি প্রস্থে এবং ৬ ইঞ্চি গভীরে শিকরসহ মাটি ফেলে দিয়ে নতুন সার মিশ্রিত মাটি দিয়ে তা ভরে দিতে হবে । ১০-১৫ দিন অন্তর অন্তর টব বা ড্রামের মাটি কিছুটা খুঁচিয়ে দিতে হবে । 

ডাল-পালা ছাটাই

লেবু কিংবা লেবু জাতীয় গাছে প্রায়ই কিছু কিছু ডাল মরতে দেখা যায় । এইসব মরা ডালগুলো কেটে দিতে হবে । তা ছাড়াও ছাদের লেবু গাছকে অধিক ডালপালাযুক্ত সুন্দর ভাবে তৈরী করতে হলে চারা লাগানোর পর থেকে কিছুদিন ডাল কেটে দিতে হবে । পরবর্তীতে শুধু মরা ডাল কাটলেই চলবে । কাঁচা অবস্থায় সুইট লেমন ফলটি সবুজ রংয়ের হয় আর পাকলে হলুদ বা কমলা রং হয়। আপনি কাচা বা হলুদ রং অবস্থায় ফল সংগ্রহ করতে পারেন। 

English Summary: Now cultivate Sweet Lemon at home, learn Nini method
Published on: 24 June 2022, 02:10 IST