১ থেকে ৩ ডিসেম্বর দিল্লিতে 'মিলিয়নেয়ার ফার্মার অফ ইন্ডিয়া' অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে, কীভাবে নাম নথিভুক্ত করবেন জেনে নিন গরু ও মহিষের জন্য সস্তায় খাবার প্রস্তুত করুন, বিস্তারিত জেনে নিন স্বল্প পরিসরে মাছ চাষ করুন, রইল সম্পূর্ণ ব্যবসায়িক পরিকল্পনা
Updated on: 7 May, 2018 11:02 PM IST

সেই দিন আর দেরি নেই যখন বাজার থেকে অক্সিজেন কিনে বেঁচে থাকতে হবে। মঙ্গোলিয়ার রাজধানিতে এখন অক্সিজেন বোতল কিনে পান করতে হচ্ছে ধোঁয়াশা, পরিবেশ দূষণ থেকে বাঁচতে। উলানবাতার ২০১৬ সালে দিল্লী ও বেজিং কে পেরিয়ে সবচেয়ে দূষিত রাজধানি বলে চিহ্নিত হয়। উনিসেফের রিপোর্ট অনুযায়ী এই শহরের বায়ু দূষণ শারীরিক ক্ষতির সীমা অনেকদিন আগেই লঙ্ঘন করেছে, এখন প্রতিটা শিশু ও অন্তসত্ত্বা মহিলার এই স্থানে থাকা বিপদজনক। যদিও বিশেষজ্ঞদের মতে এই অক্সিজেন কক্টেল কতটা সুবিধেজনক বা সত্যি কাজে দিচ্ছে কিনা তা পরীক্ষাসাপেক্ষ। কিন্তু “এক বোতল অক্সিজেন কক্টেল আপনাকে তিন ঘন্টা হাঁটতে সাহায্য করবে” এরকমই বিজ্ঞাপনের মাধ্যমে দেদার বিকোচ্ছে এই অক্সিজেন বোতল। ভারতের বিভিন্ন শহরের দূষণ এর মাত্রা প্রায় মঙ্গোলিয়ার রাজধানীর দূষণ ইনডেক্স ছুই ছুই, তাই হয়ত কলকাতাতেও আগামী দিনে এই অক্সিজেন কক্টেল বাজার ছেয়ে ফেলবে।

- তন্ময় কর্মকার

English Summary: Oxygen cocktail
Published on: 07 May 2018, 12:14 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)