রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 7 May, 2018 11:02 PM IST

সেই দিন আর দেরি নেই যখন বাজার থেকে অক্সিজেন কিনে বেঁচে থাকতে হবে। মঙ্গোলিয়ার রাজধানিতে এখন অক্সিজেন বোতল কিনে পান করতে হচ্ছে ধোঁয়াশা, পরিবেশ দূষণ থেকে বাঁচতে। উলানবাতার ২০১৬ সালে দিল্লী ও বেজিং কে পেরিয়ে সবচেয়ে দূষিত রাজধানি বলে চিহ্নিত হয়। উনিসেফের রিপোর্ট অনুযায়ী এই শহরের বায়ু দূষণ শারীরিক ক্ষতির সীমা অনেকদিন আগেই লঙ্ঘন করেছে, এখন প্রতিটা শিশু ও অন্তসত্ত্বা মহিলার এই স্থানে থাকা বিপদজনক। যদিও বিশেষজ্ঞদের মতে এই অক্সিজেন কক্টেল কতটা সুবিধেজনক বা সত্যি কাজে দিচ্ছে কিনা তা পরীক্ষাসাপেক্ষ। কিন্তু “এক বোতল অক্সিজেন কক্টেল আপনাকে তিন ঘন্টা হাঁটতে সাহায্য করবে” এরকমই বিজ্ঞাপনের মাধ্যমে দেদার বিকোচ্ছে এই অক্সিজেন বোতল। ভারতের বিভিন্ন শহরের দূষণ এর মাত্রা প্রায় মঙ্গোলিয়ার রাজধানীর দূষণ ইনডেক্স ছুই ছুই, তাই হয়ত কলকাতাতেও আগামী দিনে এই অক্সিজেন কক্টেল বাজার ছেয়ে ফেলবে।

- তন্ময় কর্মকার

English Summary: Oxygen cocktail
Published on: 07 May 2018, 12:14 IST