রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 17 July, 2020 2:31 PM IST

জুলাই মাস হল আউশ ও আমন ধান চাষের সময়। তাই ধানের কিছু রোগ পোকার তথ্য (রাজ্য সরকারের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী) দেওয়া হল –

(1) মাজরা পোকা –

জুলাই – অক্টোবর মাসে অন্ততঃ ৫টি পাতা বা শীষ শুকনো দেখা গেলে এবং বন্ধু পোকা যেমন মাকড়সা, লেডী বিটল, লম্বা শুর ঘাস ফড়িং, উরচুঙ্গা, মিরিড বাগ ইত্যাদি বন্ধুপোকার উপস্থিতি যদি খুব কম হয় তবে ফিপ্রোনীল ০.৩ জি ৭.৫ দানাদার কীটনাশক একর প্রতি জমিতে প্রয়োগ করে ২ ইঞ্চি জল ধরে রাখতে হবে

(2) পামরী পোকা, পাতামোড়া পোকা, লেদা পোকা - 

নিয়ন্ত্রণে ক্লোরপাইরিফস ২.৫ মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে।

গন্ধী পোকা, শীষ কাটা লেদা পোকা -

গন্ধী পোকা, শীষ কাটা লেদা পোকার জন্য অ্যাসিফেট + ফেনভেলারেট ১.৫ মিলি প্রতি লি. জলে গুলে স্প্রে করতে হবে।

টুংরো রোগ –

এটি শ্যামা পোকা দ্বারা বাহিত ভাইরাস জনিত রোগ।

এই রোগে গাছের বৃদ্ধি ব্যহত হয়, পাতার রং প্রথমে হলুদ ও পরে কমলা হয়ে যায় । আক্রান্ত গাছে ফুল আসতে দেরি হয় ও শীষ খুব ছোট হয়। শ্যামা পোকা নিয়ন্ত্রণে অ্যাসিফেট ০.৭৫ গ্রাম প্রতি লি. জলে গুলে একর প্রতি ৩০০ লিটার ওষুধ গোলা জল প্রয়োগ করা দরকার।

রুনা নাথ।

English Summary: pest control in rice cultivation
Published on: 12 July 2018, 01:36 IST