রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 21 July, 2020 1:16 PM IST

এই আগাছা নাশক গুলি সাধারণতঃ শস্যবীজ বোনার আগে জমিতে উপস্থিত একবর্ষীয় ও বহুবর্ষীয় আগাছাদের মেরে ফেলতে প্রয়োগ করা হয়। এই আগাছানাশক গুলি সব থেকে ভালো কাজ করে যখন আগাছাগুলি শারীরবৃত্তীয় ভাবে সক্রিয় থাকে। সেজন্য হালকা সেচ প্রয়োগের মাধ্যমে আগাছার বৃদ্ধিকে ত্বরান্বিত করা হয় যাতে আগাছানাশক আগাছাদের দেহে বেশি পরিমাণে প্রবেশ করতে পারে। বোনার আগে এই সেচ দিলে আগাছার বীজের অঙ্কুরোদ্গম ও বৃদ্ধি ত্বরান্বিত হয় (যাকে স্টেল বা ছদ্মবীজতলা বলে)। সঠিক সময়ে ও সুষম ভাবে গ্লাইফোসেট (systemic বা অন্তর্বাহী আগাছানাশক), প্যারাকোয়েট (contact বা স্পর্শজনিত আগাছানাশক) প্রয়োগ করলে অথবা ১-২ টি অগভীর চাষ (বিদার সাহায্যে) দিলে, জমিতে থাকা বা সেচ দেবার ফলে নতুন করে গজানো আগাছাদের দমন করা যায়। গ্লাইফোসেট বা প্যারাকোয়েট আগাছানাশক স্প্রে করার সময় অবশ্যই পরিষ্কার জলের ব্যবহার করতে হবে। না হলে ঘোলাটে জলের মধ্যে থাকা ভাসমান মাটির কণা এবং ধাতব তলের সহিত (যেমন লোহার বালতি বা পাত্র বা iron buckets) আগাছানাশকের রাসায়নিক অনুগুলি আবদ্ধ হয়ে যায় ও আগাছানাশকের কার্যকারীতা উল্লেকযোগ্যভাবে কমে যায়। আগাছানাশকের স্প্রে দ্রবন তৈরী করার জন্য প্লাস্টিকের পাত্র ব্যবহার করা উচিত। তছাড়া আগাছা স্প্রে করা জমিতে পশুদের চরতে দেওয়া উচিত নয় কারন এর ফলে আগাছানাশকের সংবহন ক্ষমতা ও কার্যকারীতা কমে যায়।

গ্লাইফসেট একটি অনির্বাচিত ও অন্তর্বাহী (nonselective and systemic) আগাছা নাশক যা একবর্ষীয় ও বহুবর্ষীয় আগাছাদের দমন করে এবং শস্যবীজ বোনার ৫-৭ দিন আগে প্রয়োগ করতে হয়। সম্ভব হলে সেচ দেওয়ার পরে বহুবর্ষীয় আগাছাদের বেড়ে ওঠার জন্য কিছু দিন অপেক্ষা করা উচিত এর ফলে আগাছাদের দ্বারা অনেক বেশি পরিমাণে গ্লাইফসেট শোষিত হবে যা আগাছাগুলির মাটির নিচের স্তরের অংশগুলিকে নষ্ট করতে সাহায্য করবে। এছাড়া স্প্রে করার জন্য ফ্ল্যাট ফ্যান নজল ব্যবহার করতে হবে। সবথেকে ভালো আগাছা দমনের জন্য আগাছাগুলির মুখ্য বৃদ্ধি দশায় (active growth stage) গ্লাইফসেট স্প্রে করতে হবে। গ্লাইফসেট সমস্ত রকমের আগাছা যেমন, দুর্বা (Cynodon dactylon) মুথা (Cyperus rotundus) দমন করতে পারে। গ্লাইফসেট গাছের উপরিভাগের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা শোষিত হয় এবং দ্রুত গাছের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। কিন্তু মাটির সংস্পর্শে আসা মাত্র কার্যকারীতা হারিয়ে ফেলে যার কোন অবশিষ্ট ক্রিয়াও থাকে না। বহুবর্ষজীবী আগাছাদের সংখ্যা যেখানে বেশি সেইসমস্ত জায়গা নির্বাচন করে এই আগাছানাশকটি স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়। গ্লাইফসেটের ১ কেজি সক্রিয় উপাদান ৫০০ লিটার জলে গুলে প্রতি হেক্টর জমিতে স্প্রে করতে হবে। সাধারণতঃ যখন জলের বাস্পীভবন কম হয় সেই সময় গ্লাইফসেট স্প্রে করা উচিত কারণ সূর্যের তাপে স্প্রে করা জলের কণাগুলি তাড়াতাড়ি শুকিয়ে গেলে আগাছাগুলি তা ভালো ভাবে শোষণ করতে পারে না ও গাছের বিভিন্ন অংশে ছড়িয়ে দিতে পারে না যার ফলে গ্লাইফসেটের সক্রিয়তা কমে যাবে। গ্লাইফসেট দেওয়ার ফলে আগাছাগুলি হলুদ হয়ে যাওয়া ও নেতিয়ে পড়ার লক্ষন দেখা মাত্র শস্যবীজ বপন করতে হবে।

আগাছা দমন সম্বন্ধে বিস্তারিত জানতে পড়ুন বাংলা কৃষি জাগরণের এই মাসের  পত্রিকাটি

রুনা নাথ 

English Summary: Pre-plant herbicides
Published on: 16 June 2018, 08:27 IST