বর্তমান কেন্দ্রীয় সরকার চাষিদের ৫০% ন্যুনতম সহায়ক মূল্য (MSP) দেওয়ার জন্য ৩৩,৫০০ কোটি টাকার বিল মঞ্জুর করতে চলেছে। বিশেষত রাগি, জোয়ার, বাজরা (যেগুলি ‘nutri cereals’ নামে পরিচিত) ও তৈলবীজ সরবুজা চাষে উৎসাহ প্রদানের জন্য এই বিলটি আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই ফসলগুলি পুষ্টিগুণে ভরপুর ও জলবায়ু স্থিতিস্থাপক অর্থাৎ অল্প জলে বিশেষ করে খরা প্রবন এলাকাতেও এই ফসলগুলি চাষ করে ভালো উৎপাদন পাওয়া সম্ভব। যে সমস্ত রাজ্যে এগুলির চাষ হয় সেই সমস্ত রাজ্যের কৃষকেরা ‘nutri cereals’ চাষে উৎসাহ পাবেন।
দেশের প্রধান খরিফ ফসল ধানের উৎপাদন এবছর ৩৮ মিলিয়ন টন হয়েছে। যার জন্য বিভিন্ন রাজ্যের কৃষকেরা ধান উৎপাদন করে ১৫০% বা তার বেশী সহায়কমূল্য পেয়েছেন যা বর্তমানে অপরিবর্তিত থাকছে। এর ফলে আসাম, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রের মত রাজ্যের কৃষকেরাও ভালো লাভ পাবেন।
শস্য (Crop) |
ন্যুনতম সহায়ক মূল্য (MSP) / কুইন্টাল |
(%)শতকরা পরিবর্তন |
|
বর্তমানে |
প্রস্তাবিত |
||
রাগি |
১৯০০ |
২৮৯৭ |
৫২.৫% |
সরবুজা |
৪০৫০ |
৫৮৭৭ |
৪৫.১% |
জোয়ার (হাইব্রিড) |
১৭০০ |
২৪৩০ |
৪২.৯% |
জোয়ার |
১৭২৫ |
২৪৫০ |
৪২% |
বাজরা |
১৪২৫ |
১৯৫০ |
৩৬.৮% |
সূর্যমুখী বীজ |
৪১০০ |
৫৩৮৮ |
৩১.৪% |
তুলো (মধ্যম) |
৪০২০ |
৫১৫০ |
২৮.১% |
তুলো (দীর্ঘ) |
৪৩২০ |
৫৪৫০ |
২৬.২% |
মুগ ডাল |
৫৫৭৫ |
৬৯৭৫ |
২৫.১% |
ভুট্টা |
১৪২৫ |
১৭০০ |
১৯.৩% |
তিল |
৫৩০০ |
৬২৪৯ |
১৭.৯% |
ধান(common) |
১৫৫০ |
১৭৫০ |
১২.৯% |
সয়াবিন |
৩০৫০ |
৩৩৯৯ |
১১.৪% |
ধান (Grade A) |
১৫৯০ |
১৭৭০ |
১১.৩% |
বাদাম |
৪৪৫০ |
৪৮৯০ |
৯.৯% |
অরহর |
৫৪৫০ |
৫৬৭৫ |
৪.১% |
মাস কলাই |
৫৪০০ |
৫৬০০ |
৩.৭% |
- রুনা নাথ