দুবাই এর মরুভূমিতে চীনা বৈজ্ঞানিকেরা সফলতার সাথ ধান উৎপাদন করে দেখালেন একটি বিশেষ ধানের হাইব্রিড (সংকর) জাতের বীজ ব্যবহার করে। চীনের বিখ্যাত কৃষি বাজ্ঞানী ইউয়ান লঙ্গপিং (যিনি ‘Father of hybrid rice’ নামে পরিচিত) -এর নেতৃত্বে কুইনডাও স্যালাইন অ্যালকালি টলারেন্ট রাইস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের বিজ্ঞানীরা ধানের এই হাইব্রিড জাতটি আবিষ্কার করেন। এই হাইব্রিড জাতটি চাষ করে দুবাই এর মরুভূমিতে ৭,৫০০ কিলোগ্রাম / হেক্টর ফলন পাওয়া গেছে যা পৃথিবীতে ধানের গড় উৎপাদনের (৩,০০০ কিগ্রা / হেক্টর) দ্বিগুনেরও বেশী। তাঁরা ২০২০ সালের মধ্যে UAE এর মরুভূমি অঞ্চলের ১০% অংশে অর্থাৎ ৮৩,৬০০ বর্গ কিলোমিটার জায়গায় এই জাতের ধান চাষ করতে চান ভবিষ্যতের খাদ্যসুরক্ষা নিশ্চিত করতে।
রুনা নাথ।