এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 23 December, 2023 3:30 PM IST

কৃষিজাগরন ডেস্কঃ ভারতে সিসলের আভ্যন্তরীণ চাহিদা কম করেও ১০-১৫ হাজার টন বা আরো বেশি। অথচ দেশে উৎপাদন হয় মাত্র ২ হাজার টন। এই ফারাকটা পূরণ করা হয় সিসল তত্ত্ব আমদানির মাধ্যমে (চিত্র-১)। ভারতে সিসল (SHS Code: 5305V) আমদানি তাঞ্জানিয়া, মাদাগাস্কার, ব্রাজিল ও কেনিয়া থেকে তুতিকোরিণ, কলকাতা, কোচিন, চেন্নাই ইত্যাদি বন্দরের মাধ্যমে হয়ে থাকে http://www.cybex.in। গত ১৯৯৫ সালে ভারতে সিসলের আমদানির পরিমান ছিল ২৮৪ টন, যা পরে ২০০৭ সালে বেড়ে হয়েছিল ১৯৫১ টন। আগামী কয়েক দশকের মধ্যেই সিসলের আমদানি ২০ হাজার টন ছাড়িয়ে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

এই বিপুল পরিমান সিসল তন্তু আমদানি করতে অনেক বেশি বৈদেশিক মুদ্রা ব্যয় হবে। পরীক্ষায় প্রমানিত যে ভারতীয় সিসল তন্তুর গুনমান, বিদেশ থেকে অমদানি করা সিসলের থেকে ভালো। ভারতে সিসলের দাম আগে কম থাকলেও বর্তমানে এর দাম যথেষ্ট ভালো ফলে চাষিরা লাভবান হচ্ছেন।

আরও পড়ুনঃ ভারতে সিসলের উন্নয়ণের কিছু উদ্যোগ

যদিও বিদেশ থেকে আমদানি করা সিসল তন্তুর দামের (১৮০ টাকা প্রতি কিলোগ্রাম) থেকে ভারতে উৎপাদিত সিসল তন্তুর দাম এখনো তুলনামূলক ভাবে কম (৭০-৮০ টাকা প্রতি কিলোগ্রাম)। যেহেতু চাহিদা অনুযায়ী সিসলের যোগান এদেশে খুবই কম, তাই মিল মালিকেরা বেশি অর্থ ব্যয় করেও এই তত্ত্ব আমদানি করেন।

আরও পড়ুনঃ ভারতে সিসল চাষের বর্তমান অবস্থা

একথা নিঃসন্দেহে বলা যায় যে- এদেশে সিসল তন্তুর চাষ আরো ব্যাপক ভাবে বিশেষত মধ্যভারতীয় মালভূমি অঞ্চলের জেলাগুলিতে আদিবাসী মানুষদের সরাসরি অংশগ্রহনের মাধ্যমে করা প্রয়োজন।

English Summary: Sisal imports and prices
Published on: 23 December 2023, 03:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)