এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 10 April, 2023 11:08 AM IST
মিশ্র চাষে আর্থিক লাভবানের স্বপ্ন! ময়নাগুড়ির কৃষক গোয়েন রায়ের

উৎপল রায়, জলপাইগুড়ি, কৃষি জাগরণ: রবি মৌসুমে দুই বিঘা জমিতে কয়েক ধরনের সবজি চাষ করে লাভবান হচ্ছেন ময়নাগুড়ির বাসিলারডাঙ্গা এলাকার কৃষক গোয়েন রায়। তার দুই বিঘা জমিতে লঙ্কা, পটল এবং কচু চাষ করে আর্থিক দিক থেকে লাভবান হচ্ছেন। কৃষক প্রতি সপ্তাহে কয়েক হাজার টাকার লঙ্কা ময়নাগুড়ি হাটে বিক্রি করেন।

আর এদিকে এক বিঘার বেশি জমিতে পটল গাছের লতা পাতা সে রকম ভাবে বিস্তার হয়নি, তার আগেই ভালো পরিমানে ফুল-ফল দেখা দেওয়ায় ভালো পরিমান ফলন পাওয়া যাবে বলে আশা প্রকাশ করছেন গোয়েন বাবু। তিনি বিগত কয়েক বছর ধরে এই মৌসুমে বিভিন্ন সবজি চাষ করে ক্ষতির্মুখ দেখতে হয়নি। আর এই মৌসুমের তিন ধরনের সবজি চাষ করে লাভবান হওয়ার আশা প্রকাশ করছেন।

আরও পড়ুনঃ  Red Sandalwood: জঙ্গলমহলে এবার লাল চন্দন চাষ! বন দফতরের প্রস্তুতি তুঙ্গে

কৃষক গয়েন রায় বলেন, দুই বিঘা জমিতে লঙ্কা, পটল আর কচু চাষ করতে প্রায় ১৮-২০ হাজার টাকা খরচ হয়। যদিও লঙ্কা চাষ করতে ভালো পরিমান রাসায়নিক সার ও অর্থ ব্যয় হয়। পটল আর কচু চাষের ক্ষেত্রে সেরকম রাসায়নিক সারের পরিমাণ সেরকম ভাবে লাগেনা। তাই অর্থ ব্যয় খুবই কম খরচ হয়।

আরও পড়ুনঃ  ঝুঁকি থাকলেও লাভবান হচ্ছেন ময়নাগুড়ির পান চাষীরা

পটল চাষের ক্ষেত্রে রাসায়নিক সার চাপান দেওয়ার সময় দেওয়া হয়। যদিও পটল ৬ মাস বিক্রি করার উপযোগী হয়ে থাকে আর ভালো বাজার থাকলে একবিঘা জমিতে ৪০-৫০ হাজার টাকা লাভ হয়। কচু চাষের ক্ষেত্রে জৈব সারের প্রয়োজন হয় কিন্তু খরচ অনুযায়ী ভালো পরিমান লাভ পাওয়া যায়।

English Summary: The dream of financial gain in mixed farming! Gwen Roy, a farmer from Mainaguri
Published on: 10 April 2023, 11:08 IST