এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 7 April, 2022 4:53 PM IST
পেঁয়াজ

পেঁয়াজ চাষে অন্যতম বর্ধমান । এ বছর জেলার পূর্বস্থলীর মোয়াইল,নাদনঘাট এবং বর্ধমান সদর এলাকায় পেঁয়াজের আশানুরূপ ফলন হয়নি। অন্যদিকে বাজারে দাম কম থাকয় হতাশায় পড়েছেন কৃষকেরা।

মোয়াইলে কয়েক দিন ধরে মাঠ থেকে পেঁয়াজ তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। গত শনিবার জেলার  পূর্বস্থলী ১,কালনা১ ,কালনা ২ সহজেলার বিভিন্ন মাঠ ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের তুলনায় একই জমিতে এ বছর পেঁয়াজের ফলন অনেক কম হয়েছে। পেঁয়াজের চারা রোপণের পর পরই বৃষ্টি হওয়ায় ফলন কম হয়েছে। বিঘাপ্রতি জমিতে পেঁয়াজ চাষে যে পরিমাণ টাকা খরচ হয়েছে বর্তমান বাজারে পেঁয়াজের দাম কম থাকায় হতাশা প্রকাশ করেছেন কৃষকেরা।

আরও পড়ুনঃ বিরল প্রজাতির কালো গমের চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষি বিজ্ঞানিরা,শুধু মাত্র ভারতেই পাওয়া যাচ্ছে এই গম

মাঠে পেঁয়াজ তোলার সময় এক কৃষক বলেন,এবার প্রতি বিঘা জমিতে প্রায় ১৫-২০ হাজার টাকা খরচ হয়েছে ।প্রতি বিঘা জমিতে ৩৫-৪০ মণ পেঁয়াজ হয়েছে। যা গত বছরের তুলনায় অনেক কম।

গত শনিবার বর্ধমানের একটি হাটে গিয়ে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কুইন্টাল ভালো মানের পেঁয়াজের সর্বোচ্চ দাম ১০০০ টাকা। লোকসান হলেও দিনমজুরদের টাকা দেওয়ার জন্য কৃষকদের পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে।

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে উচ্ছে বিক্রি হচ্ছে হেক্টর প্রতি ৪ থেকে ৫ লক্ষ টাকা,চিন্তার ভাঁজ চাষিদের কপালে

ব্য়বসায়ী মনিকৃষ্ণ মজুমদার বলেন, এবছর পেঁয়াজের ফলন অনেক কম হয়েছে। বাজারে পেঁয়াজের দামও অনেক কম । কিন্তু বৃষ্টি না হওয়ার জন্য় পেঁয়াজের মান আগের বছরের তুলনায় এবছর অনেকটাই ভাল হয়েছে। কিন্তু মান ভাল হলে কি হবে,চাষিরা তাদের মূল্য় পাচ্ছেন না ।  

English Summary: The farmers of the state are spending their days to test the quality
Published on: 07 April 2022, 04:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)