রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 16 May, 2018 11:37 PM IST

টম্যাটোর ফলন বাড়াতে রোগপোকা চেনা জরুরি

 

 

 

 

 

 

 

 

টম্যাটো চাষে ভালো ফলন পেতে চাষিদের রোগপোকা চেনা অত্যন্ত জরুরি। ফলন তোলার সময় রোগপোকার আক্রমণের দিকেও নজর দিতে হবে, একই সঙ্গে নিড়ানি দিয়ে নিয়মিত আগাছা দমন করতে হবে।রোগপোকা থেকে রেহাই পেতে গেলে বীজ ও মাটি শোধন একান্ত জরুরি। টম্যাটো চাষে সবথেকে ক্ষতিকারক রোগ হল পাতা কোঁকড়ানো রোগ। এই রোগে আক্রান্ত গাছ জমি থেকে তুলে পুড়িয়ে ফেলতে হবে।এছাড়া শোষক পোকা নিয়ন্ত্রনে রাখতে হবে। কৃষি আধিকারিকরা জানিয়েছেন, ফল ছিদ্রকারী এবং পাতা কাটা পোকা নিয়ন্ত্রণে মূল জমিতে নিমখোল প্রয়োগ করতে হবে। গাছের একমাস বয়স থেকে নিমঘটিত কীটনাশক স্প্রে করতে হবে। টম্যাটো চাষে মাকড়ের প্রাদুর্ভাব দেখা যায়। মাকড় নিয়ন্ত্রণে রাসায়নিক কীটনাশক ব্যাবহার করতে হবে।

- সুস্মিতা 

English Summary: tomato
Published on: 16 May 2018, 10:42 IST