বাড়ির ছাদে জাফরান চাষ করুন, পুরো প্রক্রিয়া এবং যত্নের টিপস জেনে নিন! কেন খিরি জাতের ভেড়া পশুপালকদের প্রথম পছন্দ হয়ে উঠছে? বৈশিষ্ট্য জানুন গ্রীষ্মে ট্র্যাক্টর ইঞ্জিনকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করার ৫ টি কার্যকর উপায়!
Updated on: 24 December, 2022 4:27 PM IST
শীতের মরশুমে কমলালেবুতে লাভের আশায় ব্যবসায়ীরা

উৎপল রায়, জলপাইগুড়ি, কৃষি জাগরণ: শীতকালীন ফল গুলির মধ্যে অন্যতম ফল কমলালেবু। আর শীত পড়তেই তার আমদানি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। পাল্লা দিয়ে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন বাজারে ঢুকে পড়েছে কমলালেবু। গত দুই বছর করোনা পরিস্থিতির কারণে আমদানি রপ্তানি বন্ধ হয়ে পড়েছিল। ফলে বাইরের কমলালেবু এসে পৌঁছায়নি ময়নাগুড়িতে। যদিও বা কিছু কমলালেবু এসেছে তা পরিমাণে অনেক কম এবং বাজার দর অনেক বেশি ছিল। তবে এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শীতের শুরুতেই ময়নাগুড়ি শহরে ঢুকে পড়েছে ভুটানের কমলালেবু।

পর্যাপ্ত কমলালেবু ময়নাগুড়িতে আসায় খুশি ব্যবসায়ীরা। এছাড়াও গত কয়েক বছরের তুলনায় এবছর কমলার ফলন অনেক ভালো হয়েছে বলেও দাবি ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা জানিয়েছেন যে পর্যাপ্ত ভুটানের কমলালেবু বাজারে এসে পৌঁছানোয় এখনো পর্যন্ত কমলার দাম স্বাভাবিক রয়েছে। তবে দাম কিছুটা বৃদ্ধি পাবে বলেই ব্যবসায়ীরা জানিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলেও এবার ভুটানের কমলালেবু ময়নাগুড়ি হয়ে বাংলাদেশে রপ্তানি হচ্ছে না বলেও জানান ব্যবসায়ীরা। তবে শীতের শুরুতে ময়নাগুড়ি জুড়ে পর্যাপ্ত ভুটানের কমলালেবু এসে পৌঁছানোয় স্বস্তিতে কমলা ব্যবসায়ীরা।

আরও পড়ুনঃ  গাঁজা ও ভাং এর মধ্যে সরকার কোন চাষের অনুমতি দেয়, জেনে নিন

 এক কমলালেবু ক্রেতা উত্তম সরকার বলেন, " কমলালেবুর দাম এখনো সাধ্য মতো আছে। প্রতিবছর অনেক দাম হয়। এবার নাগালের মধ্যেই এখনো পাচ্ছি।"

 ময়নাগুড়ির এক কমলা ব্যবসায়ী বিপ্লব সাহা বলেন, " এবার পর্যাপ্ত ভুটানের কমলালেবু ময়নাগুড়িতে এসেছে। এখনো দাম স্বাভাবিক রয়েছে বাজার। এবার ভুটানের কমলালেবু বাংলাদেশ যায়নি।" আরেক ব্যবসায়ী রতন মজুমদার বলেন, " গত কয়েক বছরের তুলনায় এবার কমলালেবুর ফলন অনেক ভালো হয়েছে। কমলালেবুর সবথেকে বেশি চাহিদা থাকে ভুটানের কমলালেবু। এবার সেই কমলার কোনো ঘাটতি নেই ময়নাগুড়িতে।

আরও পড়ুনঃ  আগাম আলু চাষে ক্ষতিগ্রস্ত নদীর চরের চাষিরা

English Summary: Traders hope to profit from oranges during the winter season
Published on: 24 December 2022, 04:27 IST