এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 27 February, 2018 10:12 PM IST

সঙ্কর জাত

মেয়াদ (দিন)

ফলন / হেক্টর

চালের আকার

প্রতিরোধী ও বিশেষ গুনাবলী

পি.এ.-৬৮৮৮

১৩০-১৩৫

৬.০-৬.৫

লম্বা-সরু

গোঁড়া ঝলসা, গোলা পচা ও টুংরো রোগ প্রতিরোধী।

কে.আর.এইচ-২

১২০-১২৫

৬.০-৬.৫

মাঝারী-সরু

ঝলসা ও খোলা পাতা প্রতিরোধী।

পি.এ.৬২০১

১২৫-১৩০

৬.০-৬.৫

লম্বা –সরু

ঝলসা, বাদামী শোষক পোকা ও পাতা মোড়া পোকা প্রতিরোধী।

ডি.আর.আর.এইচ-২

১১৫-১২০

৫.০-৫.৫

লম্বা –সরু

উঁচু জমির ধান, লবনাক্ত মাটি সহনশীল ।

জে.কে.আর.এইচ-৪০১

১৪০

৬.০-৬.৫

লম্বা –সরু

ধান ঝরে পড়েনা ও গাছ নুয়ে যায় না।

ডি.আর.এইচ.৭৭৫

১২৫

৬.০-৬.৫

লম্বা –সরু

পাতা ঝলসা ও শীষের গোড়া ঝলসা প্রতিরোধী ।

সুরুচি

১৩০

৬.০-৬.৫

মাঝারী-সরু

ঝলসা, বাদামী দাগ ও টুংরো রোগ প্রতিরোধী।

জে.কে.-৫০০৩

১২৫-১৩০

৬.৫-৭.০

লম্বা –সরু

ধান ঝরে পড়েনা ও গাছ নুয়ে যায় না।

সি.এন.এইচ.আর-৩

১১০-১১৫

৬.০-৬.৫

মাঝারী-সরু

স্বল্প-মেয়াদী আর পশ্চিমবঙ্গের উদ্ভাবিত।

ইউ.এস-৩২

১২৫-১৩০

৬.০-৬.৫

মাঝারী-সরু

ঝলসা, বাদামী দাগ রোগ প্রতিরোধী।

রাজলক্ষী

১২০-১২৫

৬.৫

মাঝারী-সরু

ঝলসা, বাদামী দাগ রোগ প্রতিরোধী।

English Summary: Vvarieties of Boro rice grown for cultivation.
Published on: 27 February 2018, 10:12 IST