Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 8 June, 2023 2:55 PM IST

খোলা ধসা রোগ 

পাশকাঠি ছাড়ার সময় সংক্রমন বেশী হয়। প্রধানত মাটি বাহিত রোগ। ক্ষেতের জমা জল থেকেও গৌণ ভাবে রোগ ছড়াতে পারে। এই রোগের জন্য দায়ী রাইজোকটোনিয়া সোলানি (Rhizoctonia solani) নামক ছত্রাক।

সনাক্তকরণ

জলের ঠিক ওপর  পাতার খোলার অনির্দিষ্ট আকৃতির মাকুর মতো লম্বাটে ধূসর সাদা দাগ (০.৫ থেকে ১.৫ সেমি লম্বা, ০.৩ থেকে ০.৫ সেমি চওড়া) হয়। খোলার সঙ্গে যুক্ত পাতা হলুদ হয়ে শুকিয়ে যায়। ঘন রোয়া করলেও জমিতে বেশী নাইট্রোজেন দিলে এই রোগের প্রকোপ বাড়ে। গরম আদ্র আবহাওয়াতে রোগের প্রকোপ বাড়ে।

আরও পড়ুনঃ ধানের ঝলসা রোগ ও তার প্রতিকার

নিয়ন্ত্রণ ব্যবস্থাঃ

  • প্রতিরোধী জাত যেমন- সবিতা, স্বর্ণ, পঙ্কজ, শালিবাহন, যোগেন, অমূল্য, মন্দিরা, পূর্ণেন্দু ইত্যাদি চাষ করতে হবে।

  • কমপক্ষে ১০ শতাংশ পাশ কাঠি আক্রান্ত হলে প্রতিকার ব্যবস্থা নেওয়া উচিত। নিচের একটি ছত্রাকনাশক প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে-

  • প্রপিকোনাজোল ২৫% ই. সি. (টিল্ট)- ০.৭৫ মিলি

  • ভ্যালিডামাইসিন ৩% এল (শীথমার, রাইজোসিন)- ২.০ মিলি

  • ট্রাইসাইক্লোজল ৭৫% ডব্লিউ. পি (বিম, টুপার)- ০.৫ গ্রাম

  • হেক্সাকোনাজোল ৫% ই. সি. (কনটাফ)- ২ মিলি

  • হেক্সাকোনাজোল ৫% ই. সি. (কনটাফ)- ২ মিলি

লক্ষ্মীর গু বা ভুষা রোগ

শীষ আসার সময় সংক্রমন হয়। এই রোগটি উস্টিলাগিনয়ডি ভাইরেন্স (Ustilaginoidea virens) নামক ছত্রাকের আক্রমনের ফলে হয়।

আরও পড়ুনঃ ধানের অন্যতম ক্ষতিকর বাদামীদাগ রোগ ও তার প্রতিকার

সনাক্তকরণ

ছত্রাকের আক্রমনে ধানের দানা হলুদ্ম রঙের হয়ে যায়। ছত্রাকে ঢাকা বড়ো আকারের দানাটি কালচে সবুজ বর্ণে পরিনত হয়। দানা ছত্রাকে পরিপূর্ণ হয়ে ফেটে যায়। বাতাসের মাধ্যমে এই রোগ ছড়ায়।

নিয়ন্ত্রণ ব্যবস্থা

  • রাসায়নিক ওষুধ প্রয়োগে এই রোগ নিরাময় করা যায় না। ফুল আসার সময় ম্যানকোজেব ৭৫% ডব্লিউ. পি (ডাইথেন-এম ৪৫)- ২.৫ গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করলে রোগের প্রকোপ কমে।

  • পরের বছর, প্রতি কেজি বীজের সঙ্গে ১ গ্রাম কার্বেন্ডাজিম ৫০% ডব্লিউ. পি (ডাইথেন-এম ৪৫) মিশিয়ে বীজকে শোধন করে বপন করতে হবে।

English Summary: Ways to protect paddy from open blight disease and Lakshmi Gu or Bhusha disease
Published on: 08 June 2023, 02:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)